impact-of-operation-sindoor-on-ipl

IPL 2025: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগাঁও’তে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো পাক মদতপুষ্ট জঙ্গিরা। মারা গিয়েছিলেন ২৬ জন। দুই সপ্তাহ পর সেই নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিলো ভারত। গতকাল গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের অন্তত ৯টি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সাধারণ জনগণ বা পড়শি দেশের সেনাবাহিনীকে নিশানা করা হয় নি। বরং মিসাইলের নিশানা ছিলো একাধিক জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর।’ ভারতের প্রত্যাঘাতের পর থেকেই র‍্যাডক্লিফ লাইন বরাবর উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ১৯৯৯-এর পর ফের একবার উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে দেখা দিয়েছে যুদ্ধের সম্ভাবনা। এহেন পরিস্থিতিতে আইপিএলের (IPL) ভবিষ্যত ঠিক কি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Read More: IPL 2025: এই ৩ টি কারণের জন্য ফ্লপ CSK, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা !!

এখনি বদলাচ্ছে না IPL সূচি-

HPSCA Stadium, Dharamshala | Image: Getty Images
HPSCA Stadium, Dharamshala | Image: Getty Images

‘অপারেশন সিন্দুরের’ পর পাকিস্তান সীমান্ত বরাবর এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া আপাতত যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে উত্তরভারতের ১২টি বিমানবন্দর থেকেও। এই তালিকায় অমৃতসর, জম্মু, শ্রীনগর, লেহ’র মত বিমানবন্দরের পাশাপাশি রয়েছে ধর্মশালার নাম’ও। সেখানে আগামীকাল মুখোমুখি হওয়ার কথা রয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালসের। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিলো যে সেই ম্যাচটির কি পরিণতি হতে চলেছে। পাঞ্জাব দল (PBKS) ইতিমধ্যেই রয়েছে ধর্মশালাতে। সম্প্রতি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে একটি ম্যাচও পাহাড়ঘেরা মাঠে খেলেছে তারা। দিল্লীও (DC) ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেখানে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আজ পাঞ্জাব ও দিল্লী-দুই দলেরই ধর্মশালার মাঠে অনুশীলন করার কথা রয়েছে। তারপর আগামীকাল অর্থাৎ ৮ তারিখ ম্যাচ খেলবে তারা। “আমরা এখনও বিসিসিআই ও আইপিএল কর্মকর্তাদের তরফ থেকে কোনো নতুন নির্দেশ পাই নি। আমরা পূর্বের সূচি ধরেই এগোচ্ছি,” সংবাদসংস্থা ক্রিকবাজ’কে জানিয়েছেন পাঞ্জাব কিংসের (PBKS) এক কর্মকর্তা। পাঞ্জাব বনাম দিল্লী ম্যাচের পর আর একটি খেলা বাকি থাকবে ধর্মশালাতে। ১১ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হওয়ার কথা শ্রেয়স আইয়ারদের। যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় অথবা ধর্মশালা বিমানবন্দর তখনও যাত্রীবাহী বিমানের জন্য খুলে না দেওয়া হয়, সেক্ষেত্রে শৈলশহরে পৌঁছনোর জন্য মুম্বই দল’কে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হতে পারে, খবর মিলেছে সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া (TOI) সূত্রে। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় সেদিকেই এখন নজর সকলের।

মক-ড্রিলে বন্ধ থাকছে না ম্যাচ-

Eden Gardens, Kolkata | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

আজ দেশের ২৭ রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজিত হবে মক্‌ ড্রিল। আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে নিজের ও  সহনাগরিকদের জীবনরক্ষা করা যেতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হবে সাধারণ মানুষকে। এই মক্‌ ড্রিলের অংশ হিসেবেই থাকছে এয়ার রেড সাইরেন ও ব্ল্যাক-আউট। গোটা এলাকা অন্ধকার রেখে বিদেশী শত্রুদের বিমান বাহিনীকে কি করে ধোঁকা দেওয়া যেতে পারে নাগরিকদের শেখানো হবে তার উপায়। মক্‌-ড্রিল আয়োজিত হবে কলকাতাতেও। তবে ব্ল্যাক আউটের কারণে ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলা কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (KKR vs CSK) ম্যাচ ব্যাহত হবে না বলেই খবর বোর্ড সূত্রে। “আমাদের বিসিসিআই এই নিয়ে কোনো রকম নির্দেশিকা দেয় নি,” ক্রিকবাজকে সাক্ষাৎকারে জানিয়েছেন এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা।

Also Read: IPL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে চিন্তায় বিসিসিআই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ইডেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *