iml-2025-india-wins-title-beating-wi

IML 2025: ক্রিকেটপ্রেমীদের নস্ট্যালজিয়া উস্কে দিয়ে গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছিলো ইন্টারন্যাশনাল মাস্টার্স লীগ (IML 2025)। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি প্রাক্তনীরা ফের একবার নেমেছিলেন বাইশ গজে। লীগ পর্বের ধুন্ধুমার লড়াইয়ের পর সেমিফানালে অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাবী দ্বৈরথে জায়গা করে নিয়েছিলো শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নেতৃত্বাধীন ইন্ডিয়া মাস্টার্স। তাদের প্রতিপক্ষ ছিলো ব্রায়ান লারা’র ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। শেষ চারের লড়াইতে কুমার সাঙ্গাকারা, থারাঙ্গা-দের হারিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তিরা। গতকাল রায়পুরের শহীদ বীর নারায়ণ আন্তর্জাতিক স্টেডিয়ামে জমজমাট ফাইনাল উপহার দিলো দুই পক্ষই। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ১৪৮ তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। অনবদ্য অর্ধশতকে নায়ক আম্বাতি রায়ুডু।

Read More: IPL শুরুর ৬ দিন আগে মাথায় হাত KKR টিম ম্যানেজমেন্টের, ছিটকে গেলেন তারকা পেসার !!

নাদিম-বিনয় নজর কাড়েন বল হাতে-

Brian Lara | IML | Image: Getty Images
Brian Lara | IML | Image: Getty Images

গতকালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমেছিলেন ব্রায়ান লারা (Brian Lara)। দীর্ঘস্থায়ী হয় নি ত্রিনিদাদের রাজপুত্রের ইনিংস। মাত্র ৬ করেন তাঁকে ফিরতে হয় বিনয় কুমারের শিকার হয়ে। তিন নম্বরে নামা উইলিয়াম পারকিন্সকেও বেশীদূর এগোতে দেয় নি ইন্ডিয়া মাস্টার্স। ইন্টারন্যাশনাল মাস্টার্স লীগের ফাইনালে তাঁরও ঝুলিতে মাত্র ৬ রান’ই। ক্যারিবিয়ানদের হয়ে প্রত্যাঘাতের শুরুটা করেছিলেন ডোয়েন স্মিথ (Dwayne Smith)। শাহবাজ নাদিমের বলে বোল্ড হওয়ার আগে ৩৫ বলে ৪৫ রান করে যান তিনি। ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন লেন্ডল সিমন্স। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তনী ৪১ বলে করেন ৫৭ রান। ইনিংসের শেষ ওভারে তিনি আউট হন বিনয় কুমারের (Vinay Kumar) বলে। কর্ণাটকের পেসার ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন ফাইনালে। ২টি সাফল্য নাদিমের। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১৪৮।

রায়ুডুর ব্যাটে সহজে জিতলো ভারত-

Ambati Rayudu | IML | Image: Getty Images
Ambati Rayudu | IML | Image: Getty Images

অম্বাতি রায়ুডু’কে সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন শচীন তেন্ডুলকর। মাস্টার্স লীগের (IML 2025) ফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’-এর ব্যাটিং তৃপ্তি যুগিয়েছে অনুরাগীদের। ২টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২৫ রান করেন তিনি। রায়ুডুর সাথে তাঁর ৬৭ রানের ওপেনিং জুটিই জয়ের ভিত গড়ে দিয়েছিলো ইন্ডিয়া মাস্টার্সের। তিন নম্বরে নেমে গুরকীরত সিং মান করেন ১৪ রান। ফাইনালে খাতা খোলার আগেই ইউসুফ পাঠান’কে ফিরতে হয় সাজঘরে। তবে খেতাব ছিনিয়ে নিতে বিশেষ সমস্যা হয় নি টিম ইন্ডিয়ার। নেপথ্যে অম্বাতি রায়ুডুর চওড়া ব্যাট। আইপিএলের ইতিহাসে সফলতম তারকা আইএমএল ফাইনালেও জাত চেনালেন। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হায়দ্রাবাদের ব্যাটার। সুলেমান বেনের বলে যখন আউট হন, তখন জয় কেবল সময়ের অপেক্ষা। যুবরাজ সিং ও স্টুয়ার্ট বিনি সহজেই দলকে পৌঁছে দেন ঈপ্সিত লক্ষ্যে।

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস তারকাদের-

India Masters | IML | Image: Instagram
India Masters | IML | Image: Instagram

পছন্দের তারকাদের আরও একবার বাইশ গজে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখে উচ্ছ্বাসে ভেসেছেন ক্রিকেটপ্রেমীরা। ইন্ডিয়া মাস্টার্সের সাফল্য চুটিয়ে উপভোগ করেছেন তাঁরা। শুভেচ্ছার জোয়ার সোশ্যাল মিডিয়ায়। আবেগাপ্লুত কিংবদন্তিরাও। ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) আইএমএল (IML 2025) জেতার পর ট্যুইটারে লিখেছেন, “চ্যাম্পিয়ন। প্র্যাক্টিস সেশন থেকে ম্যাচ ডে, আইএমএলটি-২০’র প্রতিটা মুহূর্তে যেন সময়ের চাকা কেউ পিছনের দিকে ঘুরিয়ে দিচ্ছিলো। ক্রিকেটের সরবকালের সেরাদের অনেকের সাথে আবার মাঠে ফেরার অভিজ্ঞতাটা দুর্দান্ত। যাঁরা এটা সম্ভবপর করে তুলেছেন-সেই প্রত্যেক দর্শক, আয়োজক ও আমার সতীর্থদের কাছে কাছে আমি কৃতজ্ঞ।” “দারুণ খেলেছো তরুণেরা। শচীন তেন্ডুলকর ও গোটা দল’কে অভিনন্দন। সবাইকে ট্যাগ করতে পারছি না কারণ আমি সত্যিই ক্লান্ত,” মজার ছলে ইন্সটাগ্রামে লিখেছেন যুবরাজ সিং-ও।

শচীনের পোস্ট’টি দেখে নিন-

Also Read: টি-২০তে দৌড় থামে নি বিরাটের, দেশের জার্সিতে প্রত্যাবর্তনের ইচ্ছাপ্রকাশ মহাতারকা’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *