চলতি ম্যাচেই ধূমপান, PSL'এর ফাইনাল ম্যাচে ভাইরাল হলো ইমাদ ওয়াসিমের কারসাজি !! 1

সদ্য সমাপ্ত হয়েছে পাকিস্তান সুপার লিগ (PSL)। নবম সিজিনের ফাইনালে মুলতান সুলতানকে পরাজিত করে তৃতীয় বারের জন্য PSL চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ ইউনাইটেড। তবে গতকাল ম্যাচে দেখা গেল এক অবাক কান্ড, খেলা চলাকালীন ড্রেসিংরুমে বসে মনের সুখে সিগারেট টান দিতে ব্যাস্ত ইমাদ ওয়াসিম (Imad Wasim)

তৃতীয় বারের জন্য ট্রফি জিতলো ইসলামাবাদ

Psl,

গতকাল মেগ ফাইনালে রাজা ছিলেন ইমাদ ওয়াসিম। তার কোটার ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিউয়েছিলেন তিনি। তার এই দুর্দান্ত পরিসংখ্যান ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের জয়ের ভিত্তি তৈরি করে দেয়। মুলতান সুলতানকে ১৫৯ রানে সীমাবদ্ধ করার পর, ইসলামাবাদকে লক্ষ্যে পৌঁছাতে কিছুটা লড়াই করতে হয়েছিল। শেষ বল পর্যন্ত গড়িয়েছিলো খেলা। শেষ বলে চার হাঁকিয়ে তৃতীয় বারের জন্য ট্রফির স্বাদ নিলো ইসলামাবাদ ইউনাইটেডের প্লেয়াররা।

তার চার ওভারের স্পেলে চিত্তাকর্ষক প্রদর্শনের পর, ওয়াসিম ড্রেসিংরুমে ফিরে আসেন যখন সম্প্রচারিত দৃশ্যে তাকে ইনিংসের ১৮ তম ওভারে ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায়। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, ৯ উইকেটে ১৫৯ রান তোলে মুলতান। দলের হয়ে সর্বাধিক ৪০ বলে ৫৭ রান করেন উসমান, ২৬ বলে ২৬ রান করেন মুলতানের অধিনায়ক রিজওয়ান ও ২০ বলে দ্রুত ৩২ রান বানান ইফতিকার। অন্যদিকে, ইমাদ ছাড়া ইসলামাবাদের হয়ে ৩২ রান দিয়ে তিনটি উইকেট নেন অধিনায়ক শাদাব খান। চার ওভারে ৩২ রান খরচ করেন।

মেগা ফাইনালের নায়ক ইমাদ ওয়াসিম

Imad Wasim,
Imad Wasim | Image: Getty Images

সেই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪৬ রানে ২ উইকেট হারায় মুলতান। ক্যাপ্টেন শাদাবও জলদি আউট হয়ে যান। দলের হয়ে সর্বাধিক ৩২ বলে ৫০ বানান মার্টিন গাপটিল। তিনি আজম খানের সঙ্গে একটি পার্টনারশিপ গড়ে তোলেন যেখানে তিনি ২২ বলে ৩০ রানের ইনিংস খেলেন এবং শেষের দিকে ইমাদের ১৭ বলে বানানো ১৯ ও নাসিমের ৯ বলে ১৭ ইসলামাবাদ দলকে তৃতীয় ট্রফির সন্ধান দিলো।

Read More | PSL 2024: কোহলিকে নকল করলেন বাবর আজম, পাক তারকার সেলিব্রেশন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *