২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। অফ ফর্মের কারণেই অলরাউন্ডারকে বাদ দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ওডিআই বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়ায় অভিমানে অবসর ঘোষণা করে বসেছিলেন তিনি। কিন্তু চলতি বছরের গোড়ার দিকে পিএসএল (PSL) টুর্নামেন্টে ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে ইমাদ (Imad Wasim) অনবদ্য পারফর্ম্যান্স করায় তাঁকে দলে চেয়ে সওয়াল করতে শোনা গিয়েছিলো পড়শি দেশের ক্রিকেটমহলের অনেককেই। জাকা আশরাফের (Zaka Ashraf) বিদায়ের পর মহসীন নকভি (Mohsin Naqvi) পিসিবি’র চেয়ারম্যান পদে বসায় প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছিলেন ইমাদ নিজেও। তৎকালীন নির্বাচক প্রধান ওয়াহাব রিয়াজের (Wahab Riaz) সাথে আলোচনার পর ফিরে আসার সিদ্ধান্তে সিলমোহর দেন তিনি।
Read More: IND vs AUS 3rd Test Preview: সুখস্মৃতি সঙ্গী করে গাব্বায় নামছে টিম ইন্ডিয়া, হ্যাজেলউডের প্রত্যাবর্তনে চনমনে অস্ট্রেলিয়া !!
দ্বিতীয় বার অবসর নিলেন ইমাদ ওয়াসিম-
টিম পাকিস্তানের হয়ে ইমাদের (Imad Wasim) দ্বিতীয় অধ্যায় অবশ্য দীর্ঘমেয়াদী হয় নি। মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-২০ সিরিজ খেলেন। ইংল্যান্ড সিরিজের মাঝপথে চোট’ও পান। এরপর অংশ নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। ভারতের বিপক্ষে ২৩ বলে ১৫ রানের ইনিংস খেলে ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন পাক সমর্থকদের চোখে। বাকি যে কয়টি ম্যাচে খেলেছেন, মেলে ধরতে পারেন নি নিজেকে। কুড়ি-বিশের বিশ্বমঞ্চে হতাশাজনক পারফর্ম্যান্সের পর আর অলরাউন্ডারকে সুযোগ দেওয়ার পথে হাঁটে নি পিসিবি। বেশ কয়েক মাস অপেক্ষার পরেও বদলায় নি পরিস্থিতি। জাতীয় দলের দরজা বন্ধ বুঝে শেষমেশ পাকাপাকি ভাবে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিলেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। আজ সোশ্যাল মিডিয়ায় বিদায়বার্তা পোস্ট করেছেন তারকা অলরাউন্ডার।
নিজের ট্যুইটার প্রোফাইলে ইমাদ (Imad Wasim) লিখেছেন, “আমার অনুরাগী ও সমর্থকদের জানাতে চাই যে অনেক ভাবনাচিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য জীবনের সর্বোচ্চ সম্মান এবং সবুজ জার্সি গায়ে প্রতিটি মুহূর্ত ছিলো অবিস্মরণীয়। আপনাদের নিরন্তর ভালোবাসা, সমর্থন ও প্যাশন সর্বদা আমায় শক্তি যুগিয়েছে। ভালো এবং খারাপ সময়ে আপনারা আমায় যে সাহস যুগিয়ে গিয়েছেন তা আমায় প্রিয় দেশের হয়ে সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। এই অধ্যায়টা শেষ হচ্ছে ঠিকই, কিন্তু আমি নিজের ক্রিকেটীয় যাত্রাপথটা এগিয়ে নিয়ে যেতে চাই ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে। আপনাদের মনোরঞ্জন করে যেতে চাই নতুন নতুন ভাবে। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ, পাকিস্তান।”
দেখে নিন ইমাদের ট্যুইট বার্তাটি-
To all fans & supporters:
After much thought and reflection, I have decided to retire from international cricket. Representing Pakistan on the world stage has been the greatest honor of my life, and every moment wearing the green jersey has been unforgettable.Your unwavering…
— Imad Wasim (@simadwasim) December 13, 2024
অলরাউন্ডার ইমাদের কেরিয়ার পরিসংখ্যান-
ওয়েলসের গ্ল্যামারগনে জন্ম হলেও পাকিস্তানের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম (Imad Wasim)। বাম হাতি ব্যাটার ও বাম হাতি অর্থোডক্স স্পিনার প্রথমবার পাক জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ২০১৫তে। ঐ বছরই যথাক্রমে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই অভিষেক হয় তাঁর। ৫৫টি একদিনের ম্যাচে ৪২.৮৬ গড়ে তিনি করেছেন ৯৮৬ রান। স্ট্রাইক রেট ১১০.২৯। অর্ধশতক ৫টি। নিয়েছেন ৪৪টি উইকেট। ২০২০ সালে শেষবার ওডিআইতে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। ১৫.৮২ গড় ও ১৩০.০৪ স্ট্রাইক রেটে রান সংখ্যা ৫৫৪। অর্ধশতকের সংখ্যা ১টি। সাথে ৭৩টি উইকেট’ও নিয়েছেন ইমাদ (Imad Wasim)। তারকা অলরাউন্ডার কুড়ি-বিশের খেলায় শেষবার দেশের হয়ে খেলেছেন চলতি বছরের ১৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।