আচমকাই কোচ বদল ক্যাপিটালস শিবিরের, দায়িত্ব পেলেন এই ভারতীয় প্রাক্তনী !! 1

ILT20: নতুন বছর শুরু হয়েছে কিছুদিন আগে। সাথে সাথেই শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মরসুম’ও। দ্রুত গতিতে এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। এখনও পর্যন্ত আয়োজক বিসিসিআই সূত্রে যা খবর, তাতে জানা যাচ্ছে যে ২৩ মার্চ থেকে ২৬ মে অবধি চলতে পারে আইপিএল। এছাড়াও অন্যান্য দেশের টি-২০ লীগগুলোও শুরু হতে চলেছে একে একে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিগ ব্যাশ লীগ। জানুয়ারির ছয় তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, ১০ জানুয়ারি থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে SA20 লীগ’ও। চলতি মাসের ১৯ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লীগ টি-২০’ও (ILT20)।

২০২৪-এর আইএলটি-২০তে (ILT20) অংশ নিতে চলেছে ছয় দল। খেলা শুরু ১৯ জানুয়ারি, চলবে ১৭ ফেব্রুয়ারি অবধি। মধ্যপ্রাচ্যের এই টুর্নামেন্টটি এইবার পা দেবে দ্বিতীয় মরসুমে। প্রথম মরসুমে নজর কেড়েছিলো গালফ জায়ান্টস (GG) দল। তারা ফাইনালে ডেজার্ট ভাইপার্স দলকে পরাজিত করে জিতে নিয়েছিলো খেতাব। সেমিফাইনালের লড়াইতে জায়গা করে নিয়েছিলো এম আই এমিরেটস ও দুবাই ক্যাপিটালস। দুটি দলই যথাক্রমে দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও দিল্লী ক্যাপিটালসের (DC) মালিকানাধীন। ২০২৩ সালে খেতাবের খুব কাছ থেকে ফেরার পর দ্বিতীয় মরসুমে ট্রফি জয়ের প্রয়াস থাকবে তাদের। মরসুম শুরুর আগে শেষ মুহূর্তের ঘর গোছানোর কাজও সেরে ফেললো দুবাই ক্যাপিটালস (DC) দল। কোচের হটসিটে জায়গা দিলো ভারতীয় প্রাক্তনীকে।

Read More: IND vs AUS: টেস্টে অবারও এন্ট্রি নিচ্ছেন ডেভিড ওয়ার্নার, ভারতের বিপক্ষেই শুরু করবেন নতুন ইনিংস !!

নতুন কোচের নাম ঘোষণা দুবাই ক্যাপিটালসের-

Hemang Badani | ILT20 | Image: Twitter
Hemang Badani | Image: Twitter

প্রথম মরসুমে ছয় দলের লীগে চতুর্থ স্থানে শেষ করেছিলো দুবাই ক্যাপিটালস (DC) শিবির। নক-আউট পর্বে জায়গা করে নিলেও ফাইনালে পা রাখা হয় নি তাদের। দ্বিতীয় মরসুমে ট্রফি জিততে মরিয়া ক্যাপিটালস দল স্কোয়াডে যুক্ত করেছে একঝাঁক মহাতারকাকে। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে (David Warner)। গত মরসুমে দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক ছিলেন ওয়ার্নার। এবার একই মালিকানাধীন দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্বে দেখা যাবে তাঁকে। আন্তর্জাতিক তারকাদের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ, মার্ক উড, অ্যান্ড্রু টাই, সিকান্দার রাজা, দাসুন শানাকারাও রয়েছেন দল। সব মিলিয়ে আইএলটি-২০’র (ILT20) আসরে দুবাই ক্যাপিটালস স্কোয়াডকে মরসুমের অন্যতম সেরা বলছেন বিশেষজ্ঞরা।

গত মরসুমে শ্রীরাম সোমায়াজুলা ছিলেন হেড কোচের দায়িত্বে। তাঁর পারফর্ম্যান্সে আদৌ খুশি ছিলেন না কর্মকর্তারা। শক্তিশালী স্কোয়াডকে জয়ের লক্ষ্যে এগিয়ে চলার পথ দেখানোর জন্য প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাইছিলেন তাঁরা। টুর্নামেন্টে শুরুর আগে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলো হেমাঙ্গ বাদানিকে (Hemand Badani)। আইপিএলের গোড়ার দিকে চেন্নাই জার্সিতে খেলেছেন তিনি। বাদানি (Hemang Badani) একটা সময় সানরাইজার্স হায়দ্রাবাদের কোচিং স্টাফেরও অংশ ছিলেন। দেশের হয়ে ৪টি টেস্ট ও ৪০টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ক্যাপিটালস শিবিরের ডায়রেকটর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন, তখন বাদানি জাতীয় দলে নিয়মিত সুযোগ পেয়েছেন। সেই রসায়ন এতদিন পর কেমন কার্যকরী হয়, সেইদিকেই তাকিয়ে এখন ক্যাপিটালস শিবির।

Also Read: শাস্তির মুখে পড়ে IPL খেলা হচ্ছে না নবীন উল হকের, বিপাকে কেকেআর তারকা’ও!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *