IITan Baba Predicted Pakistan Win

CT 2025: বর্তমানে ভারত পাকিস্তান (IND vs PAK) ম্যাচের উত্তেজনায় ফুটছে গোটা দেশ। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের দিক থেকে ‘মেন ইন ব্লু’-রা অনেকটাই এগিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচেই তারা বাংলাদেশকে হারিয়ে যাত্রা শুরু করেছে। অন্যদিকে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) দল উদ্বোধনী ম্যাচেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে। ফলে বেশিরভাগ বিশেষজ্ঞরা ভারতীয় দলকেই ম্যাচের আগে এগিয়ে রাখছেন। কিন্তু এর মধ্যেই ভাইরাল আইআইটি বাবার ভবিষ্যৎ বাণী হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই হাইভোল্টেজ ম্যাচের আগে সিঁদুরে মেঘ দেখছেন ভক্তরা।

কী ভবিষ্যৎবাণী করলেন IIT বাবা?

"জিতবে না ভারত...", পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন আইআইটি বাবা !! 1
IND vs PAK | Image: Getty Images

১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় আইআইটি বাবা ওরফে অভয় সিং ভাইরাল হন। তিনি মুম্বাই আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করে বিদেশে মাসে তিন লক্ষ টাকার চাকরি পর্যন্ত করেছিলেন। কিন্তু সব ছেড়ে সন্ন্যাসী হয়ে বর্তমানে জীবন যাপন করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইআইটি বাবা চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, “আমি প্রথমেই বলে দিচ্ছি এবার ভারত জিততে পারবে না। সে বিরাট কোহলি বা যে কেউ থাকুক। যতই চেষ্টা করো জিততে পারবে না। আমি জিতবে না বলেছি মানে জিতবে না। ভগবান বড়ো না তুমি বড়ো, সেটা প্রমাণ হবে!”

Read More: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই চোট পেলেন বিরাট কোহলি, আইসপ্যাক লাগিয়ে ছাড়লেন মাঠ !!

IND vs PAK ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান-

"জিতবে না ভারত...", পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন আইআইটি বাবা !! 2
IND vs PAK | Image: Getty Images

২০১৭ সালের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা ১৮০ রানে হারের সম্মুখীন হয়। অন্যদিকে এখনও পর্যন্ত এই দুই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২ বার ভারত এবং ৩ বার পাক বাহিনী জয় লাভ করেছে। অন্যদিকে একদিনের ক্রিকেটে ১৩৫ বার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে দুই শক্তিশালী দল। সেখানেও পাকিস্তান ৭৩ ম্যাচে জয় তুলে নিয়ে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। ফলে সাম্প্রতিক পারফরমেন্সের দিক থেকে মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan) পিছিয়ে থাকলেও রোহিত (Rohit Sharma) বাহিনীর বিপক্ষে চমক দিতে পারেই আজ।

Also Read: প্রেমে পড়লেন শিখর ধাওয়ান, গার্লফ্রেন্ডের পাশে বসেই উপভোগ করলেন ভারত-বাংলাদেশ ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *