IND vs ENG: এজবাস্টনে ভারতীয় দল এবং ইংল্যান্ডের মধ্যে চলতি এন্ডারসন টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ম্যাচে আপাতত চালকের আসনে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই ৫৮৭ রান জুড়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। যার জবাবে ইংল্যান্ড ৪০৭ রানেই গুটিয়ে গিয়েছিল। ভারতীয় দল আবার দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং শুরু করে দিয়েছে। তবে এই দ্বিতীয় টেস্ট চলার মাঝেই উঠে এসেছে অবসরের খবর। মাত্র ২২ বছর বয়সী তারকা ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন।
চলতি টেস্টে (IND vs ENG) ভারতীয় দল ইতিহাস গড়ার লক্ষ্যে রয়েছে। এর আগে ভারত এই ভ্যানুতে একটিও টেস্টে জয় লাভ করতে সক্ষম হয়নি। তবে এবার ভারতীয় দল যে পরিস্থিতিতে রয়েছে তাতে ভারতের জেতার সম্ভাবনা খুবই প্রবল। ভারতীয় দল চাইবে এই ম্যাচটি জয় লাভ করে সিরিজে সমতা ফেরাতে। ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) দ্বিতীয় টেস্টের মাঝেই অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পেসার ইহসানউল্লাহ। প্রসঙ্গত, ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগের (PSL) অষ্টম আসরে ২২ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইহসানউল্লাহ।
Read More: “বুমরাহ’র ঘর ভাঙছে…” পেস তারকার সাথে রহস্যময়ী তরুণীর ছবি ভাইরাল, হইচই নেটদুনিয়ায় !!
অবসর নিলেন পাকিস্তানের তারকা খেলোয়াড়

পাশাপশি, তিনি ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে খবরের শিরোনামেও উঠে এসেছিলেন। তাকে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ বলেও মনে করা হয়েছিল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে জাতীয় দলেও খেলার জন্য জায়গা পাকা করে ফেলেন তিনি। তবে, ২০২৩’এর এপ্রিলে কনুইয়ের ইনজুরি ওলটপালট করে দেয় ইহসানউল্লাহ’র ক্যারিয়ার। ভুল চিকিৎসায় ভোগান্তির ফলে ক্যারিয়ারে আস্তে আস্তে তালা পড়তে থাকে। চোট পাওয়ার পর পিএসএলের ড্রাফটেও কোনো দলই আগ্রহ দেখায়নি। দল না পেয়ে রাগে ক্ষোভে মাত্র ২২ বছর বয়সে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছে এই ফাস্ট বোলার। ২০২৩ সালের পিএসএলে ইহসানউল্লাহ খেলেছিলেন মুলতান সুলতানসের হয়ে। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করা এই তুর্কি পেসার ১৪ ম্যাচে ওভারপিছু ৭.৫৯ রান দিয়ে ২২ উইকেট শিকার করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। এরপর কিউইদের বিরুদ্ধেও সিরিজে তাকে খেলতে দেখা যায়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেকের সময় কনুইতে চোট পেয়েছিলেন তিনি। এরপর পিএসএলে দল না পেয়ে অবসর নিয়ে নেন তিনি। যদিও পাকিস্তানের এই তরুণ ফাস্ট বোলার ইহসানুল্লাহ ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। কিন্তু এবার তিনি ব্যাক্তিগত কারন দেখিয়ে আবার অবসরের সিদ্ধান্ত নিলেন। সূত্রের দাবি, আব্দুল্লা নামে এক তরুণের জন্যই ক্রিকেট তিনি ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। মন্তব্য করে তিনি জানিয়েছেন, “আমি ততদিন পর্যন্ত খেলবো না যতদিন ও আমাকে ক্ষমা করছে।” পাকিস্তানের এই তরুণ প্রতিভাবান পেসার এভাবে অবসর নিতে বড় ক্ষতির মুখে পড়বে পাকিস্তান দল।