আগামী ২০ জুন থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল তাদের নতুন টেস্ট অভিযান শুরু করতে চলেছে। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দফার প্রথম টেস্ট সিরিজ। এই সিরিজে তরুণ ভারতীয় দলের জন্য হতে চলেছে বড় চ্যালেঞ্জ। পাশাপশি, ইংল্যান্ড টেস্ট সিরিজে তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের (Rishabh Pant) উপরেও নজর থাকবে বিসিসিআইয়ের। সূত্রের দাবি, তারকা ক্রিকেটার পন্থ যদি ইংল্যান্ড সফরে ব্যার্থ হন তাহলে তাকে পরবর্তী সিরিজ থেকে কিংবা আসন্ন সিরিজের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে না।
ইংল্যান্ড সিরিজে কঠিন পরীক্ষা দিতে চলেছেন পন্থ

বরং তার বদলে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) দেখতে পাওয়া যাবে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে জুড়েল ৪ ইনিংসে ৭৫.৬৭ গড়ে ২২৭ রান বানিয়েছেন। তার এই দুরন্ত ছন্দের কথা মাথায় রেখে তাকে প্রথম একাদশে সুযোগ করে দিতে চাইবে টিম ইন্ডিয়া। জুড়েল গতবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে ম্যাচ উইনিং ইনিংসও খেলেছিলেন। অন্যদিকে, পন্থ অস্ট্রেলিয়া সফরে যেভাবে বেলাগাম ব্যাটিং করেছেন তাতে খুশি নন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সুনীল গাভাস্কার দুজনেই।
Read More: বায়োপিক আসছে যুজবেন্দ্র চাহালের, প্রধান ভূমিকায় দেখা যাবে ডলি চায়ওয়ালাকে !!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের বলে অহেতুক ঝুঁকি নিয়ে উইকেট হারিয়ে ফেলেন পন্থ। সেই ম্যাচে, ধারাভাষ্য দিতে দিতে গাভাস্কার বলেন, “স্টুপিড…স্টুপিড…স্টুপিড, সেখানে (থার্ড ম্যান) দুটো ফিল্ডার রয়েছে তাও তোমাকে মারতে হলো ? তুমি শেষ বলটা মিস করলে আবার একই ভাবে দ্বিতীয় বলে ব্যাট ঘোড়ালে এবং নিজের উইকেটটা ছুড়ে দিলে। তুমি বলতে পারো না যে এটা তোমার স্বাভাবিক খেলা। আমি দুঃখিত। এটা তোমার স্বাভাবিক খেলা নয়। এটা একটা স্টুপিড শট। এটা তোমার দলকে খারাপভাবে হতাশ করছে। তোমাকেও পরিস্থিতি বুঝতে হবে।” এখানেই থেমে থাকেনি সানি জি, মন্তব্য করে তিনি আরও বলেন, “তার ওই [ভারতের] ড্রেসিংরুমে যাওয়া উচিত নয়, তার অন্য ড্রেসিংরুমে যাওয়া উচিত।“
পন্থকে নিয়ে খুশি নন সৌরভ-গাভাস্কার

এরপর, পন্থকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly)। সৌরভ অস্ট্রেলিয়া সফরে পন্থের ব্যাটিংয়ের উপর প্রশ্ন তোলেন সৌরভ। সদ্য এক সাক্ষাৎকারের পন্থকে নিয়ে মন্তব্য করে সৌরভ জানিয়েছেন, “অস্ট্রেলিয়াতে পন্থ যেভাবে থেখেছিলেন তা সত্যিই ভালো লাগেনি। তিনি অনেক স্ট্রোক খেলেছেন। বল আসলেই ব্যাট চালিয়েছেন। এভাবে বলের পিছনে দৌড়ালে চলবে না। ওর ডিফেন্স করার ক্ষমতা ভালো। ওভাবেই ওর খেলা উচিত, তাতে দেখতে ভালো না লাগলেও কিছু যায় আসে না। আমি জানি ওর স্ট্রোক খেলতে বেশ পছন্দ হয়। তবে ওকে পরিস্থিতি বুঝে খেলতে হবে।” সূত্রের খবর এভাবে পন্থ যদি অসাবধান শট খেলেন তাহলে তাকে টেস্ট দলে থেকে জায়গা হারাতে হবে। পন্থ এবারের আইপিএলের মঞ্চেও সেভাবে সফলতা পাননি। ১৪ ম্যাচে ২৬৯ রান বানিয়েছেন পন্থ, যার মধ্যে শেষ ম্যাচেই তিনি ১১৮ রানের ইনিংস খেলেছিলেন। পন্থের ব্যাটিং ছন্দ নির্ধারণ করবে তাঁর ভারতীয় দলের টিকে থাকার সঞ্জীবনী।