২. লোকেশ রাহুল

ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক লোকেশ রাহুল (KL RAHUL) বেশ কিছু সময় ধরে খবরের শিরোনামে রয়েছেন, জানুয়ারিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাহুল, আগামী অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে আবার ফিরে আসবেন তিনি, তবে ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ভারতীয় ওডিআই দলের মিডিল অর্ডারের এক গুরুত্বপূর্ণ সদস্য, দলের হয়ে পঞ্চম স্থানে ব্যাটিং করার পাশাপাশি উইকেট কিপিংও করে থাকেন রাহুল। ঋষভ পন্থের বদলি হিসাবে তিনি দলের হয়ে মিডিল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং ও করতে পারবেন। সাদা বলের ফরম্যাটে ইতিমধ্যেই নিজেকে বেশ প্রমান করে ফেলেছেন রাহুল, ৫১ টি ওডিআই ম্যাচে বানিয়েছেন ৪৪.৫২ গড়ে ১৮৭০ রান এবং ৭২ টি টি টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৭.৭৫ গড়ে ২২৬৫ রান।