Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

বেশ কয়েকদিন আগেই সমাপ্ত হয়েছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লীগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। আর এই আইপিএলের তৈরি হয় প্রতিভা। আইপিএল হলো এমন এক টুর্নামেন্ট যেখানে আন্তর্জাতিক প্লেয়ারদের মুখোমুখি হতে দেখা যায় ডোমেস্টিক খেলা প্লেয়ারদের। আর তাদের বিরুদ্ধেই পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে ডাক পান যুব প্লেয়াররা। সমস্ত যুব প্লেয়ারদের মধ্যে এবছর আইপিএলে নাম কামিয়েছেন আলীগরের রিঙ্কু সিং (Rinku Singh)। এবছর রিঙ্কু সিং দেখালেন কিভাবে হারা ম্যাচেও কামব্যাক করা যায়। তিনি আগামীদিনে বড় মাপের প্লেয়ার হয়ে উঠবেন। তার কিছুটা ঝলক তিনি দেখালেন এই আইপিএলে।

এবছর আইপিএলে রিঙ্কু সিং দেখিয়েছেন ঝলক

বিসিসিআইয়ের সুযোগের ধার ধরবে না রিঙ্কু সিং, বিদেশের জার্সিতে করবে নাম !! 1

যদিও তার কিছুটা ঝলল তিনি গতবছর ই দেখিয়েছিলেন। তবে, এবছর প্রথম থেকেই তিনি বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিলেন যে তিনি ভবিষ্যতের সুপারস্টার। গুজরাতের বিরুদ্বে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ ওভারে যখন প্রয়োজন ছিল ২৯ রানের তখন শেষ ৫ বলে ৫ টি ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন তিনি পরবর্তী ফিনিশার হতে চলেছেন। আপাতত এবছর কলকাতা দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন তিনি এবছর ১৪ টি ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে। পাশাপশি তিনি ৪ টি অর্ধশতরান করে বানিয়েছেন ৪৭৪ রান। আগামী দিনে ভারতীয় দলের হয়েও সুযোগ পেতে পারেন। তবে, আগামী দিনে ভারতীয় দলে সুযোগ না ও পেতে পারেন তিনি। কারণ সুপার স্টারে ভরা টিম ইন্ডিয়ায় রিঙ্কুর সুযোগ পাওয়া খুব ই মুশকিল। আসলে, রিঙ্কু একজন ফিনিশার, আর ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

অন্যদেশে খেলতে পারেন রিঙ্কু

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

যে কারণে জাতীয় দলে সুযোগ না ও পেতে পারেন রিঙ্কু। WTC ফাইনালের পর ভারতীয় দল উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে, ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি দলে সুযোগ না পেতে পারেন রিঙ্কু। আসলে, ভারতের নতুন টি টোয়েন্টি দল বেশ শক্তিশালী যে কারণে রিঙ্কুর সুযোগ পাওয়া মুশকিল। তবে, রিঙ্কু অন্য দেশের হয়েও খেলতে পারেন। যেমনটা করেছিলেন উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। আসলে, তিনি ভারতীয় অনুর্ধ ১৯ দলকে জিতিয়েছেন ট্রফি। তবে তিনি এখন সুযোগ পাননি, যেকোরনে তিনি যুক্তরাষ্ট্রের জন্য খেলে থাকেন। ঠিক এরকমটা হলে রিঙ্কু উড়ে যেতে পারে অন্য দেশে। আবার গতবছর আয়ারল্যান্ডের সফরে পুনরায় যখন সঞ্জু স্যামসন (Sanju Samson) সুযোগ পায় তখন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল যে সঞ্জুকে আয়ারল্যান্ড দল তাদের জন্য খেলার অনুরোধ জানিয়েছেন। তবে এবিষয়ে সত্যতা যাচাই করা হয়নি। এমনটা হলে রিঙ্কুকে অন্য দেশের হয়ে খতে দেখা যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *