বছরের পর বছর ধরে ভারতীয় দলকে সমৃদ্ধ করে চলেছেন অসংখ্য তারকা ক্রিকেটার। তারা হয়ে উঠেছেন নতুন প্রজন্মের কাছে পথপ্রদর্শক। গত কয়েক বছরে বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় ক্রিকেটকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছেন। ফলে তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। একবার এই অজেয় নায়ককে ছুঁয়ে দেখার জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা। এই বছর আইপিএলে (IPL 2025) ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সে কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন এক বাংলার যুবক। গতকাল রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের (India vs South Africa ODI Match) প্রথম ওডিআই ম্যাচে একইরকম ছবি দেখতে পাওয়া যায়। এবার তার পরিচয় সামনে এল।
Read More: ‘গন্ডারের চামড়া দরকার..’, গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাহির খান !!
বিরাট কোহলির শতরান-

এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের পর টেস্ট ফরম্যাট থেকেও অবসর ঘোষণা করেছেন। ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিসিসিআই নির্বাচকরা কার্যত তাকে আসন্ন এই বিশ্বকাপের পরিকল্পনার বাইরেই রেখেছিলেন। তবে ব্যাট হাতে জ্বলে উঠে এবার তিনি নিজের যোগ্যতার পরিচয় দিলেন আবার।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্রথম ওডিআই ম্যাচে প্রথমে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে এবং পরে কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে গুরুত্ত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। ১০২ বলে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫২ তম শতরান পূরণ করেন। ম্যাচে ১২০ বলে দুরন্ত ১৩৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ৭ টি ছয়। এই রানে ভর করে ব্লু ব্রিগেডরা শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়।
সামনে এল যুবকের পরিচয়-

রাঁচিতে বিরাট কোহলি (Virat Kohli) শতরান করার পর উদযাপনে মেতে উঠেন। সেই সময় স্টেডিয়ামের নিরাপত্তা বলায় ভেঙে এক ভক্তকে মাঠে প্রবেশ করতে দেখা যায়। তারপর ছুটে গিয়ে তিনি তার স্বপ্নের নায়কের কাছে পৌঁছে যান। শুয়ে পড়ে কিং কোহলির পা জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন এবং ভক্তটিকে মাঠের বাইরে নিয়ে যান। কিন্তু কে এই যুবক তা নিয়ে জল্পনা চলছিল। সূত্র অনুযায়ী এই ভক্তের নাম সৌভিক মুর্মু। তিনি পশ্চিমবঙ্গের আরামবাগের পুড়শুড়ার বাসিন্দা। শেষ আইপিএলে সাইকেলে করে শৌভিক বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন।
কিন্তু সেই সময় বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি। তবে গতকাল রাঁচিতে তারকার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার স্বপ্ন সার্থক করেন। বর্তমানে রাঁচি পুলিশের হেফাজতে রয়েছেন এই যুবক। স্বাভাবিকভাবেই তাকে আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছে। ইতিমধ্যেই পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষকে বিষয়টি জানিয়েছে পরিবার। উল্লেখ্য কেউ স্টেডিয়ামে নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করলে জরিমানা এবং জেল দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আইপিএলে ইডেন গার্ডেন্সে ঋতুপর্ণ পাখিরা নিরাপত্তা ভেঙে কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন। তাকে প্রাথমিকভাবে পুলিশ অটক করলেও ছেড়ে দেয়।