ভারত-পাক ম্যাচ কোনমতেই বন্ধ করতে পারবে না ICC, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !! 1

ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ দেখার জন্য ক্রিকেট ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। দুই দেশের ক্রিকেটাররা মাটি আঁকড়ে থেকে ম্যাচে লড়াই চালান। শেষ এই দুই দল সাম্প্রতিক সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) একটি দুরন্ত শতরান হাঁকান। এর ফলে ৬ উইকেটে জয় তুলে নিয়েছিল ব্লু ব্রিগেডরা। এবার আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল আবার এই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামতে চলেছে। কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হ‌ওয়া নিয়ে শুরু হয়েছে নানান জটিলতা। তবে এই কারণগুলির জন্য আইসিসি (ICC) কোনোভাবেই ভারত-পাক ম্যাচ বন্ধ করতে পারবে না বলে জানা যাচ্ছে।

Read More: ক্যাপ্টেন MI’এর খেলোয়াড়, বাদ পড়লেন RCB’এর হিরো, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড !!

এশিয়া কাপের মহারণ-

Pakistan cricket team, ind vs Pak, asia cup 2025
IND vs PAK | Image: Getty Images

২০২৩ সালে শেষ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বিধ্বংসী বোলিংয়ে লঙ্কা বাহিনী প্রথম ইনিংসে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দল মাত্র ৬.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়ে ১০ উইকেটে জয়লাভ করে। ফলে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়েও ছিলো ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা। কিন্তু গত এপ্রিলে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হ‌ওয়ার কারণে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়ে‌।

শেষ পর্যন্ত ভারত থেকে সরিয়ে নিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে এই বছরের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে। কিন্তু কিছুতেই আসন্ন এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম পাকিস্তানের (IND vs ENG) ম্যাচ অনেকেই এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না। ১৪ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ মহারণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে এই টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’তে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) সঙ্গে রয়েছে আরব আমিরাত এবং ওমান।

বন্ধ হবে না ভারত-পাক ম্যাচ-

edgbaston-to-host-ind-vs-pak-wcl-game
IND vs PAK | Images: Getty Images

এশিয়া কাপ (Asia Cup 2025) এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজন করে থাকে। তবে চাইলেই আইসিসি (ICC) এই টুর্নামেন্টে হস্তক্ষেপ করতে পারে। বর্তমানে বিশ্ব ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ (Jay Shah)। ফলে মনে করা হচ্ছিল ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন। কিন্তু বিশেষ কিছু কারণে এই ম্যাচ কোনভাবেই বন্ধ হবে না বলে জানা যাচ্ছে। ‌কারণ প্রথমত অন্যান্য ক্রিকেট ম্যাচের তুলনায় ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচের থেকে কর্মকর্তারা পাঁচ গুণ বেশি লাভ করে থাকেন।

সম্প্রচারকারী সংস্থাগুলিও শুধুমাত্র এই হাইভোল্টেজ ম্যাচের জন্য বেশি আগ্রহ প্রকাশ করে। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হলে টুর্নামেন্টের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে দুই দেশের খেলোয়াড়রা দেশকে জয় এনে দেওয়ার জন্য মরিয়া হয়ে খেলবেন। এই ম্যাচের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেটের লড়াই ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এইসব কারণেই কোনোভাবেই ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ বন্ধ করতে চাইবে না আইসিসি (ICC)।

Read Also: Asia Cup 2025: এশিয়া কাপের আগে বড়ো চমক, আবারও একসঙ্গে গম্ভীর-ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *