আইসিসি টুইট করে জিজ্ঞাসা করল এই দশকের সবচেয়ে পছন্দের অধিনায়ক কে, মানুষ নিল এই তারকার নাম

২০১৯ এর শেষের সঙ্গেই এই দশকেরও শেষ হতে চলেছে। এই দশকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত বেশকিছু উপলব্ধী হাসিল করেছিল। প্রথম ভারত আইসিসি ২০১১র বিশ্বকাপ জিতেছিল, তারপর তার অধিনায়কত্বে ভারত ২০১৩র চ্যাম্পিয়ন্স ট্রফিও নিজেদের নামে করে।

মানুষ ধোনিকে বললেন এই দশকের পছন্দের অধিনায়ক

আইসিসি টুইট করে জিজ্ঞাসা করল এই দশকের সবচেয়ে পছন্দের অধিনায়ক কে, মানুষ নিল এই তারকার নাম 1

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখে, “আমাদের জানান যে এই দশকে আপনার পছন্দের অধিনায়ক কে?” আইসিসির এই টুইটে বিশ্বজুড়ে ক্রিকেটের সমর্থকরা জমিয়ে কমেন্ট করছেন আর বেশিরভাগ মানুষ ধোনিকেই এই দশকের সবচেয়ে পছন্দের অধিনায়ক বলছেন।

এখানে দেখুন আইসিসির এই টুইটে আসা রিটুইট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *