জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। গণ অভ্যুত্থান ভারতের প্রতিবেশী রাষ্ট্রে। কর্মক্ষেত্রে ‘কোটা’ বা সংরক্ষণ বাতিলের দাবীতে ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছিলো বিক্ষোভ। পরে তা রূপ নেয় সর্বাত্মক বিপ্লবের। ছাত্র-যুবদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে রাজধানী ঢাকা থেকে যশোর-খুলনা-বরিশালের মত অঞ্চল। দিনকয়েক আগে আদালত আন্দোলনকারীদের কিছু দাবী মেনে নেওয়ার পর খানিক স্তিমিত হয়েছিলো বিক্ষোভ। কিন্তু পরে ফের মাথাচাড়া দিয়ে ওঠে তা। আন্দোলনকারীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিলো আওয়ামী লীগ সরকারের উপর। গণবিক্ষোভ চূড়ান্ত আকার নেয় গতকাল। শেষমেশ ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের (Bangladesh) শাসনভার গ্রহণ করে সেনাবাহিনী।
পদত্যাগ করার পর ইতিমধ্যেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বাংলাদেশ (Bangladesh) ছাড়ার পরই আন্দোলনকারীদের মধ্যে চোখে পড়ে উল্লাস। গণভবন প্রায় দখল করে আন্দোলনকারীরা। বিজয়োল্লাস হিংসাত্মক হয়ে উঠতে অবশ্য দেরী হয় নি। জায়গায় জায়গায় জ্বলে ওঠে আগুন। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি-ঘরে আগুন লাগানো, খুন, সংখ্যালঘুদের উপর শারীরিক নির্যাতনের খবর আসতে থাকে বাংলাদেশের নানা প্রান্ত থেকে। আওয়ামী লীগের টিকিটে নড়াইল অঞ্চলের সাংসদ হয়েছিলেন প্রাক্তন অধিনায়ক মাশরাফি মর্তুজা (Mashrafe Bin Mortaza), অগ্নিসংযোগ করা হয় তাঁর বাড়িতে। রোষের মুখে পড়েন আরেক ক্রিকেটার-রাজনীতিবিদ্ শাকিব আল হাসান’ও। ধ্বংস আর মৃত্যুমিছিলের মাঝে তৈরি হয় ব্যাপক অচলাবস্থা।
Read More: IND vs SL: নিজেকে যোগ্য প্রমাণ করতে দুর্দান্ত চাল দিচ্ছেন গম্ভীর, বিরাটের বদলে জায়গা দেবেন নিজের শিষ্যকে !!
টি-২০ বিশ্বকাপ সরাতে পারে আইসিসি-
বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে গোটা বিশ্ব। অচলাবস্থার প্রভাব সরাসরি পড়তে পারে বাইশ গজের দুনিয়াতেও। কবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্পূর্ণ হবে তা এখনও জানা যায় নি। অরাজকতা ঠেকাতে সেনাও কি কি ব্যবস্থা নিতে চলেছে, সেই ছবিও পরিষ্কার নয় এখনও, এর মধ্যে বাংলাদেশের (Bangladesh)মাটিতে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে দ্বিধায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পদ্মাপাড়ের দেশে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup) আয়োজিত হওয়ার কথা ছিলো। সেইমত প্রস্তুতিও শুরু করে দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। কিন্তু বর্তমানে যা সামাজিক পরিস্থিতি বাংলাদেশে, তাতে সেখানে দশ দলীয় প্রতিযোগিতা আয়োজন থেকে সরে আসাই শ্রেয় বলে মনে করছেন আইসিসি কর্মকর্তারা।
আয়োজক বাংলাদেশের (Bangladesh) সাথে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার অংশ নেওয়ার কথা ২০২৪-এর উইমেন্স টি-২০ বিশ্বকাপে। কিন্তু অশান্ত পরিস্থিতির কারণে বাংলাদেশে আসতে আপত্তি জানাতে পারে বিদেশী দলগুলি। সেই আন্দাজ করেই ভেন্যু বদলের ভাবনা ক্রিকেট নিয়ামক সংস্থার। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ থেকে সরলেও উপমহাদেশেই আয়োজিত হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup)। বিকল্প ডেস্টিনেশন হিসেবে আইসিসি’র পছন্দ ভারত। ক্রিকেট পরিকাঠামোর অভাব নেই ভারতে, রয়েছে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তাও। অল্প সময়ের নোটিসে দায়িত্ব পেলেও সামলে উঠতে বিসিসিআই-কে বিশেষ সমস্যায় পড়তে হবে না বলেই মত ক্রিকেটমহলের।