ICC-র ব়্যাঙ্কিংয়ে ভারতীয়দের দাপট, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে পৌঁছালেন হার্দিক, ৬৯ ধাপ এগিয়ে আসলেন তিলক !! 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাস্ত হওয়ার পর ভারতীয় দল প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ছন্দ ফিরে পেল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-১ ব্যাবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরের পারফর্ম্যান্সের নিরিখে ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking) বিরাট উন্নতি হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে তিলক ভার্মা, বরুণ চক্রবর্তীদের ব্যাপকভাবে তালিকায় উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিলক ভার্মা (Tilak Varma)।

ICC তালিকায় উন্নতি ঘটেছে তিলকের

Tilak Varma, icc
Tilak Varma | Image: Getty Images

সদ্য সমাপ্ত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজের আগে তিলক ভার্মার ব়্যাঙ্কিং ছিল ৭২। ব্যাক টু ব্যাক দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ৬৯ ধাপ এগিয়ে এসে টি-২০ ব্যাটারদের তালিকায় সরাসরি প্রথম তিনে ঢুকে পড়লেন তিলক ভার্মা (Tilak Varma)। সিরিজে তিলক চার ম্যাচে সর্বাধিক ২৮০ রান বানিয়েছিলেন। তাছাড়া প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০ ওভারের ক্রিকেটে আবার একবার বিশ্বের সেরা অল-রাউন্ডার হয়ে উঠলেন। তবে, অবনতি ঘটেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), দ্বিতীয় স্থান থেকে তিনি চতুর্থ স্থানে নেমে এসেছে। আপাতত টি-২০ ব্যাটারদের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (Travis Head)। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট (Philip Salt)।

Read More: IPL 2025: শুধুমাত্র দিল্লী নয়. শ্রেয়স আইয়ারকে দলে সামিল করতে ব্যাঙ্ক ব্যালান্স খালি করবে এই ফ্র্যাঞ্চাইজি !!

এক নম্বর অলরাউন্ডার হয়ে উঠেছেন হার্দিক

Ind vs sa
Hardik Pandya | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া এক নম্বর অলরাউন্ডার হয়ে উঠেছিলেন তবে পরে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন শীর্ষস্থান ছিনিয়ে নেয় তার থেকে। আবার দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পর শীর্ষে ফিরে আসলেন হার্দিক। পাশাপশি, টি-২০ বোলারদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন রবি বিষ্ণু (Ravi Bishnoi)। দক্ষিণ আফ্রিকা সিরিজে ১২টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও ৮ উইকেট পেয়েছিলেন অর্ষদীপ সিং। তিনি ৯ নম্বরে উঠে এসেছেন। ১৩ নম্বরে রয়েছেন অক্ষর (Axar Patel) এবং ৩৬ ধাপ উন্নতি ঘটিয়ে ২৮ নম্বরে চলে এসেছেন বরুণ চক্রবর্তী।

Read Also: চ্যাম্পিয়ন্স ট্রফির আগুনে ঘি ঢাললো ICC, ‘ট্রফি ট্যুরের’ পরিকল্পনা বাতিল করলো বিশ্ব ক্রিকেট সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *