২০২৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে টানাপোড়েন চলছে, তা এবার কার্যত চূড়ান্ত পর্যায়ে। বাস্তবেও এখন বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। আইসিসির অন্দরে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি হয়, যেখানে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকার জানায় তাহলে তাদের পরিবর্তে বিকল্প দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। আর এই পরিস্থিতিতে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে সেই জায়গায় স্কটল্যান্ডকে দেখতে পাওয়া যাবে।
যদিও এই সিদ্ধান্ত কার্যকর করার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) একদিন সময় দেওয়া হয়েছে। আইসিসির (ICC) অন্দরে হওয়া ভোটাভুটিতে বেশিরভাগ সদস্যই বাংলাদেশের জায়গায় অন্য দল নেওয়ার পক্ষে রায় দিয়েছেন। অর্থাৎ, ভারতকে ভেন্যু হিসেবে মানতে অস্বীকার করাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল খেলতে বাঁধা দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেয়। তবে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগে জানিয়েছিলেন যে, নিরাপত্তা ও কূটনৈতিক কারণ দেখিয়ে ভারতীয় মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ।
Read More: মাহিকা নয় এই RCB ক্রিকেটার জয় করলেন হার্দিকের মন, ভিডিও বার্তা পাঠিয়ে প্রশংসা তারকার !!
বাংলাদেশের জন্য হবে না ভেন্যু বদল

বাংলাদেশ ভারতের পরিবর্তে নতুন ভ্যানু হিসাবে তারা শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় বিশ্বকাপের সূচি, সম্প্রচার স্বত্ব এবং আর্থিক কাঠামো বদলে একটি দলের জন্য আলাদা ভেন্যু নির্ধারণ করা সম্ভব নয়। এরপরেই হয় ভোটাভুটি, আর সেখানে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের জন্য থাকছে না কোনো বিকল্প ভ্যানু। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে থাকলেও তা কার্যত কোনো ভাবে কাজে দেয়নি।
বাংলাদেশ ইস্যুতে নাটকীয়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনকি, বৈঠকের ঠিক আগে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। আইসিসির এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিও। তাছাড়া, বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম সহ বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়াও। ভ্যানু পরিবর্তন ইস্যুতে পিসিবির সমর্থন কাজে দিলো বা বাংলাদেশের। যোগ্যতা তালিকার নিরিখে স্কটল্যান্ড এগিয়ে থাকলেও তারা এখনও আইসিসির কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বার্তা পায়নি।