জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মঞ্চ (IPL 2024)। আর এই আইপিএলের ভিত্তিতেই নির্বাচিত হবে টিম ইন্ডিয়া বিশ্বকাপ (T20 World Cup 2024) স্কোয়াড। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে এপ্রিলের শেষ সপ্তাহে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে আসবে। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ ভারত ও পাকিস্তান (IND vs PAK) ম্যাচের পোস্টার প্রকাশ্যে এনেছে।
আরও পড়ুন | T20 World Cup 2024: চোটের কারণে বিশ্বকাপ থেকে আউট মোহাম্মদ শামি, এই ৩ তুখোড় বোলার তার জুতোয় গলাবেন পা !!
ICC প্রকাশ করলো নতুন পোস্টার
নতুন পোস্টারে দেখা নেই রোহিত শর্মা (Rohit Sharma) বা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে (Shubman Gill) দেখা যাচ্ছে ভারতের দিকে এবং পাকিস্তান দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে শাহীন আফ্রিদিকে (Shaheen Afridi)। এই দুই তরুণ প্লেয়ার এর আগে ২০১৮ সালের অনুর্ধ ১৯ বিশ্বকাপে প্রথম বারের জন্য মুখোমুখি হয়েছিলেন, এরপর ২০২৩ এশিয়া কাপের মঞ্চে ও ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলেন। আর এই দুই তরুণের পোস্টার প্রকাশ্যে এসেছে ICC’র তরফ থেকে।
Shubman Gill in the ICC 2024 T20 World Cup poster. pic.twitter.com/xP5OaBDTyD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 9, 2024
৯ জুন বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান
ভারতীয় দলকে ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটি খেলতে দেখা যাবে। আর এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখতে পাওয়া যাবে এবং দলের সহঅধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখতে পাওয়া যাবে। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলাকালীন ঘোষণা করে দিয়েছিলেন ভারতীয় দলের দুই তারকাদের নাম। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (IND vs PAK), ওই ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন কিং কোহলি (Virat Kohli)। ৮২ রানের অসাধারণ ইনিংস খেলে পাকিস্তানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেছিলেন।