মুস্তাফিজুরকে বাদ দিয়ে বেকায়দায় BCCI, ICC এর পক্ষ থেকে পেলো IPL বন্ধের নোটিস !! 1

এবার আইসিসির দ্বারস্থ হতে চলেছেন বাংলাদেশী পেশার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। বাংলাদেশের হয়ে নিয়মিতভাবে সাদা বলের ক্রিকেট খেলে চলেছেন মুস্তাফিজুর। বিশেষ করে আইপিএল (IPL) চলাকালীন নিজেকে উপলব্ধ রাখার জন্য বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দাবি জানিয়েছিলেন মুস্তাফিজ। এমনকি তার কথা মতন তাকে এনওসি সার্টিফিকেটও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেবলমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওডিআই ম্যাচ খেলার জন্যই দেশে ফিরতে হতো তাকে। তবে হঠাৎ করে সবকিছু যেন বদলে গেল মুস্তাফিজুরের আইপিএল খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাকে আগে একাধিকবার আইপিএলের মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল।

IPL থেকে নিষিদ্ধ মুস্তাফিজুর রহমান

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci, bcb
Mustafizur Rahman | Image: Twitter

২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মঞ্চে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) হয়েছিলেন সেরা তরুণ খেলোয়াড় প্রথম কোন বিদেশী হিসেবে তিনি এই পুরস্কারটি জয় করেছিলেন। সানরাইজার্স হায়দারাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়ালস, দিল্লী ক্যাপিটালস প্রমুখ দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন এই বাংলাদেশি তারকা। এবার তার ওপার বাংলা দল কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার কথা ছিল। আইপিএল এর মঞ্চে ৯ কোটি ৭৫ লাখ খেয়ে বিক্রি হয়েছিলেন ফিজ। তবে এবারের আইপিএল খেলাটা সম্ভব হলো না তাঁর জন্য। বিশেষ করে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ছিল সারা ভারতবর্ষ।

Read More: বাদ জাহের আলী-শান্ত, মুস্তাফিজুর বিতর্কের মধ্যেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে চমক দিল বাংলাদেশ !!

বন্ধ হতে পারে IPL

Ipl 2025
Indian Premier League (IPL) | Image: Getty Images

যে কারণে মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো বিসিসিআই। তবে, এক সূত্রের দাবি বিসিসিআইয়ের এই হটকারী সিদ্ধান্তের কারণে বন্ধ হতে পারে আইপিএল। আসলে, মুস্তাফিজকে ব্যান করার প্রসঙ্গে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চাপে পরেই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে জানাচ্ছে। তাদের জন্য ভারত ব্যাতিত নতুন ভ্যানুর দাবি জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে আইপিএলের উপর।

READ ALSO: বন্ধ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ, সরকারের নির্দেশে BCCI’এর চূড়ান্ত পদক্ষেপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *