World Cup 2023

দীর্ঘ সময় পরে, মহিলা ক্রিকেট ফিরলো। একদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মহিলা দলের মধ্যে মারকাটারী খেলা হচ্ছে তো অন্যদিকে ভারতীয় দল বাংলাদেশ পারি দিয়েছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে। বাংলদেশে গিয়ে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ভুল আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যেকারণে ক্ষুব্ধ হয়েছেন ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর (Harmanpreet Kaur) টি টোয়েন্টি সিরিজে বাংলদেশকে ২-১ ব্যাবধানে পরাস্ত করে ওডিআই সিরিজের জন্য অগ্রসর হয় টিম ইন্ডিয়া। ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই বাংলদেশের কাছে পরাজিত হয় টিম ইন্ডিয়া।

Read More: বিশ্বকাপে ভারতের জার্সিতে ফিরছেন ঋষভ পন্থ? বোর্ড সূত্রে জানা গেলো প্রত্যাবর্তনের দিনক্ষণ !!

মরণবাচন ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ

Harmanpreet kaur
Harmanpreet Kaur | Image: Twitter

ওডিআই সিরিজে পিছিয়ে থাকার সুবাদে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুরন্ত কামব্যাক করলো টিম ইন্ডিয়া। জেমিমাহ রড্রিগেসের ৮৬ (৭৮) রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে স্কোর বোর্ডে ২২৮ রান করে ভারতীয় দল। পাশাপাশি তিনি বল হাতেও ওই ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে পরাজিত করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। তবে, সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় গতকাল, বেশ জমজমাট একটি ম্যাচের সাক্ষী ছিল ক্রিকেট বিশ্ব। আর এই ম্যাচেই দেখা গেল ক্যাপ্টেন হারমানপ্রীতের রাগ।

তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ২২৬ রানের লক্ষমাত্রা রাখে এবং এই রান তাড়া করতে এসে রিতিমতন সমস্যার সম্মুখীন হন ভারতীয় ব্যাটসম্যানরা। স্মৃতি মন্ধনা বানান ৫৮ রান ও হারলিন দেওল বানান ৭৭। তবুও লক্ষমাত্রা ভেদ করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া এবং ২২৫ রানেই শেষ হয় ইন্ডিয়ার ইনিংস এবং এটি একটি টাই ম্যাচ বলেই গণ্য হলো।

মেজাজ হারিয়ে ভুল করলেন হারমানপ্রীত

Icc might ban harmanpreet kaur for hitting the wicket in anger
Harmanpreet Kaur | Image: Twitter

তবে, এই ম্যাচে ২০ বলে ১৪ রানে ব্যাটিং করা হারমান ভুল আম্পায়ারিং’এর শিকার হয়। এমনকি, গতকাল অতিরিক্ত আগ্রাসী হয়ে ওঠেন হারমান এবং আম্পায়ার ভুল সিদ্ধান্ত তিনি মেনে না নিয়ে উইকেটে ব্যাট দিয়ে মারেন ও আম্পায়ারের সাথে কথাকাটাকাটিও করতে থাকেন। এমনকি ম্যাচ শেষেও তিনি খারাপ আম্পায়ারিং নিয়ে মন্তব্য করেছিলেন। ম্যাচ শেষে, হারমানপ্রীত কৌর (Harmanpreet Kaur) বলেন, “আমার মনে হয় এই খেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ক্রিকেটের বাইরেও শেখার আছে। যে ধরনের আম্পায়ারিং হচ্ছিলো তাতে আমরা সবাই অবাক হয়েছি। পরেরবার যখন আমরা বাংলাদেশে আসবো তখন আমরা নিশ্চিত করবো যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করতে হবে এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে।” তবে, হারমানের এই আগ্রাসী মনোভাব কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। এমানকি, ভারতের মহিলা অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) তার আচরণের জন্য জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সর্বোচ্চ সংস্থাটি তার ম্যাচ ফি থেকে ৭৫ শতাংশ ফাইন করেছে এবং তার নামে ৩ ডিমেরিট পয়েন্টও যোগ করেছে। এরফলে এক-দুই ম্যাচ তাকে ব্যান করাও হতে পারে।

Read Also: রোহিত শর্মা দেখালেন নিজের রূপ, হঠাৎ করে এই খেলোয়াড়ের জন্য বন্ধ করলেন টিম ইন্ডিয়ার হাওয়া-পানি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *