ভারতে খেলতে অস্বীকার জানালো বাংলাদেশ, আসন্ন T20 বিশ্বকাপ থেকে ব্যানের হুঁশিয়ারি ICC'র !! 1

ICC: মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বাদ দেওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক নতুন করে প্রশ্ম তুলেছে। এবার সেই বিতর্ক আরও গভীর আকার নিয়েছে। বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে, কয়েকদিন আগেই হিন্দু শ্রমিক দিপু দাসের হত্যার পর থেকেই ক্ষুব্ধ হয়েছে ভারতের একাধিক মানুষ। যে কারণেই মুস্তাফিজুরকে আইপিএলে খেলানো যাবে না বলে দাবি জানিয়েছিল নেটিজেনদের একাংশ এবং হিন্দু পরিষদ ও বিজেপির নেতারা। ভারতীয় ক্রিকেট বোর্ড’এর পক্ষ থেকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কেকেআরকে।

ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ

Icc
Bangladesh Cricket Team | Image: Getty Images

আর তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়ে দেয়, ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WORLD CUP 2025) অংশ নেওয়া নিয়ে তারা নিরাপত্তাজনিত উদ্বেগে ভুগছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত, না এর পিছনে রাজনৈতিক চাপই মূল কারণ? মুস্তাফিজুর ও শাহরুখ খানকে প্রকাশ্যে মারার হুমকি দেওয়া হয়, যার ফলে বাংলাদেশ বোর্ড সাম্প্রতিক ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া বাংলাদেশের গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এটিই কেকেআরের ঘরের মাঠ। যে ভাবে কলকাতার ভক্তরা মুস্তাফিজ ও শাহরুখ খানকে হুমকি দিয়েছে তাতে উদ্বেগ আরও বেড়েছে। সূত্রের খবর, ইউনুস সরকারের চাপেই বিসিবি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

Read More: মুস্তাফিজুর বিতর্কের মধ্যেই একে একে BPL ছাড়ছেন বিদেশিরা, চাপের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড !!

ভ্যানু বদলের দাবি উড়িয়ে দিলো ICC

Jay Shah, ind vs pak
Jay Shah | Image: Getty Images

আইসিসির (ICC) কাছে ভ্যানু বদলের পাশাপাশি ভারত ছেড়ে শ্রীলঙ্কায় খেলা করানোর আর্জি জানায় বিসিবি। সূত্রের দাবি, আইসিসি স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে – বিশ্বকাপের জন্য ভ্যানুর কোনো পরিবর্তন সম্ভব নয় এবং বাংলাদেশ যদি  ভারতে খেলতে না চায় তাহলে তাদেরকে বিশ্বকাপ থেকে ব্যান করা হবে। যে কারণে এটা স্পষ্ট যে, নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ হবে। বাংলাদেশ যদি রাজি না হয় বা খেলতে না চায় তাহলে ওয়াকওভার হিসেবেই ধরা হবে। যদিও, ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। ২০ দলের বিশ্বকাপে যোগ্যতার বাইরে খুব বেশি দল নেই, তবুও আইসিসি চাইলে স্কটল্যান্ড বা কেনিয়ার মতন দলকে সুযোগ করে দিতে পারে।এই মুহূর্তে সব নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির সিদ্ধান্তের উপর রয়েছে। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি বোর্ড কোন পথে হাঁটে, সেটাই এখন দেখার বিষয়।

Read Also: “বিশ্বকে শাসন করতে চায়…” মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে মুখ খুললেন শহীদ আফ্রিদি, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *