টি২০ বিশ্বকাপের ঠিক আগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠে আসলো। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের মঞ্চে প্রতিটি দল চাইবে দুরন্ত পারফরম্যান্স দেখাতে। আর এই বিশ্বকাপের আগেই নির্বাসিত হলেন আমেরিকার তারকা ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক অ্যারোন জোনস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও, আমেরিকার ক্রিকেট কাঠামো ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
নির্বাসিত হলেন USA’এর তারকা ক্রিকেটার

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব দ্রুতই আমেরিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে ওঠেন ৩১ বছর বয়সী জোনস। ছয় বছরের কেরিয়ারে তিনি USA’ এর হয়ে খেলেছেন ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ। ওডিআই ফরম্যাটে ৫২টি ম্যাচ এবং টি-টোয়েন্টিতে খেলেছেন ৪৮টি ম্যাচ। সামনেই বিশ্বকাপ আর তার আগেই তাকে নির্বাসিত করলো আইসিসি। তাঁর এই নির্বাসনের ফলে আমেরিকার ক্রিকেটকে নতুন ভাবে ভাবতে হবে। ২০২৪’এর বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ৪০ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জোনস। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি জনপ্রিয় পাওয়ার হিটার ব্যাটসম্যান ছিলেন।
Read More: কপাল পুড়ছে রিংকু সিংয়ের, বিশ্বকাপের দলে রোহিত শর্মার শিষ্য ছিনিয়ে নেবে জায়গা !!
২০২৪ সালে আমেরিকার জাতীয় দলের অধিনায়কত্বও করেন জোনস। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, জোনসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচ ফিক্সিং, ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং অ্যান্টি-করাপশন তদন্তে সহযোগিতা না করারও অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রপাত ২০২৩-২৪ বার্বাডোস বিম ১০ টুর্নামেন্ট থেকে হলেও, তদন্তে আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত বিষয়ও উঠে এসেছে। এমনকি তিনি তদন্ত চলাকালীন প্রমাণ তছরুপ করেছেন।
বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে গেল জোনসের

সময় অপচয় না করেই, আইসিসি তাঁকে তাৎক্ষণিকভাবে নির্বাসিত করেছে এবং আগামী ১৪ দিনের মধ্যে তাকে নিজের বয়ান পেশ করতে হবে। সেই বক্তব্যের ভিত্তিতে ভবিষ্যতে শাস্তির মেয়াদ চূড়ান্ত করা হবে। আইসিসির তরফে আরও জানানো হয়েছে যে, এই তদন্ত শুধুমাত্র তাঁকে ঘিরেই আটক থাকবে না, বৃহত্তর দুর্নীতি চক্র খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার ফলে কার্যত শেষ হয়ে গেল জোনসের ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন। তিনি আমেরিকার প্রস্তুতি দলে থাকলেও, বর্তমান নিষেধাজ্ঞার কারণে তাঁর অংশগ্রহন করা প্রায় অসম্ভব।