icc-declare-prize-money-for-ct-2025

CT 2025: চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। প্রায় তিন দশক পর কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিলো পাকিস্তান। কিন্তু ঘরের মাঠে একটির বেশী ম্যাচই খেলতে পারলেন না বাবর আজম’রা (Babar Azam)। করাচীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারতে হয় পাক শিবিরকে। এরপর ভারতের বিরুদ্ধে খেলতে দুবাই উড়ে যেতে হয়েছিলো ‘মেন ইন গ্রিন’কে। সেখানেও ৬ উইকেটের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলো আয়োজন দেশ। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে (PAK vs NZ) ম্যাচটিতে জয় পেলে তা রিজওয়ান-আবরারদের কাছে হতে পারত সান্ত্বনা পুরষ্কার। কিন্তু রাওয়ালপিন্ডিতে বাধা হয়ে দাঁড়ালো প্রকৃতি। প্রবল বর্ষণের কারণে এক বল’ও এগোয় নি ম্যাচ। শূন্য জয় ও মাত্র এক পয়েন্ট সঙ্গী করেই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে বিদায় নিতে হলো পাক শিবিরকে।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই অধিনায়ক বদল ভারতের, দায়িত্ব পাচ্ছেন শুভমান গিল !!

অর্থের মুখ দেখছে পাকিস্তান, লাভ ভারতেরও-

Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে পাকিস্তানকে। লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডির পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ হয়েছে ১২৮০ কোটি পাকিস্তানী রুপি। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা ৪০০ কোটির কাছাকাছি। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ সম্পূর্ণ করেছেন মহসীন নকভিরা। কিন্তু এরপরেও গ্রুপ পর্ব থেকেই স্বাগতিক দেশ ছিটকে যাওয়ায় মুখ পুড়েছে পিসিবি’র। মাঠের পারফর্ম্যান্স মন না ভরালেও টুর্নামেন্টে অংশগ্রহণ নিঃসন্দেহে কোষাগার ভরাচ্ছে পাক ক্রিকেট সংস্থার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) সপ্তম বা অষ্টম স্থানেই শেষ করবেন বাবর আজম’রা (Babar Azam)। তার জন্য আইসিসি’র তরফ থেকে মিলবে ১ লক্ষ ৪০ হাজার ডলার। এছাড়াও ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার গ্যারান্টি মানিও কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থার থেকে পাবে তারা। সব মিলিয়ে টাকার অঙ্কটা ভারতীয় মুদ্রায় ২ কোটি ৩১ লক্ষের কাছাকছি।

২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) মোট ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার মূল্যের ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে থেকে টুর্নামেন্টের শেষ দুটি দল পাবে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলি পাবে ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকা। শেষ চারে যাওয়া দলগুলি পাবে ৫৬০০০০ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৪ কোটি ৯০ লক্ষ। ফাইনালে যে দল হারবে তাদের ঝুলিতে যাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার বা ৯ কোটি ৭৮ লক্ষ ৬৮ হাজার ১৭৬ টাকা। জয়ী দল পাবে ২.২৪ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৯.৫৮ কোটি টাকা। সেমিফাইনালে পা রেখে ভারত নিশ্চিত করেছে ৪.৯ কোটি টাকা। এখন লক্ষ্য ৯ তারিখ ট্রফি জিতে সর্বোচ্চ প্রাইজ মানি ছিনিয়ে নেওয়া।

ম্যাচ জিতলেই মিলবে অর্থ-

Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) চমক রেখেছে আইসিসি। ম্যাচ জিতলেই মিলবে আলাদা পুরষ্কার মূল্য। জয় পিছু ৩৪০০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে ২৯.৭ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানকে হারানোর সুবাদে মোট ৬৮০০০ মার্কিন ডলার জমা হয়েছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। এক্ষেত্রেও দুর্ভাগ্যের শিকার বাবর আজম’রা (Babar Azam)। টুর্নামেন্টে একটি ম্যাচও জেতে নি পাকিস্তান। তাই পুরষ্কার মূল্যও জোটে নি তাদের। ঝুলি শূন্য বাংলাদেশ ও ইংল্যান্ডেরও। প্রসঙ্গত ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি রেখেছিলো আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) মোট টাকার অঙ্কটা খানিক কম হলেও ২০১৭-এর টুর্নামেন্টের তুলনায় তা ৫৩ শতাংশ বেশী বলে জানিয়েছে আইসিসি।

দেখুন ICC-র বিজ্ঞপ্তি-

Also Read: CT 2025: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেই বিরাট কোহলি, সেমিফাইনালের আগে সতর্ক টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *