icc-ct-2025-prize-money-all-details

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শেষ হাসি ভারতীয় দলেরই। গতকাল দুবাইয়ের মাঠে রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয় বারের জন্য খেতাব জিতলো ‘মেন ইন ব্লু।’ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলতে পারেন নি কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল’রা। থামতে হয় ২৫১তেই। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা’র ধুন্ধুমার ব্যাটিং-এর সৌজন্যে মাত্র ১৮ ওভারে ১০০’র গণ্ডী টপকে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। তারপর অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিউই স্পিনাররা। পরপর বেশ কিছু উইকেট হারায় ভারত। শেষমেশ রাহুল-শ্রেয়স-অক্ষরদের প্রতিরোধে এক ওভার বাকি থাকতেই নিশ্চিত হয় জয়। স্বপ্নপূরণের রাতে ট্রফি জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের আর্থিক পুরষ্কারও পেলো ‘মেন ইন ব্লু।’ কোষাগার ভরলো অন্যান্য দলেরও।

Read More: IND vs NZ, CT 2025 Final STATS REVIEW: কিউই’দের হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া, মেগা ফাইনালে ভাঙলো মোট ১০টি রেকর্ড !!

২১.৫০ কোটি টাকা পাচ্ছে ভারতীয় দল-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images

২০০২, ২০১৩’র পর ২০২৫-অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ইতিহাসে সফলতম দল হিসেবে রেকর্ড বইতে নিজেদের নাম তুলে ফেললো টিম ইন্ডিয়া। সুদৃশ্য ট্রফির পাশাপাশি খেতাব জয়ের ফলে পুষ্ট হলো বিসিসিআই-এর কোষাগার’ও। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইসিসি’র তরফে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি’রা। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ১৯ কোটি ৫২ লক্ষ টাকা। এবার গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩৪০০০ মার্কিন ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলো আইসিসি। গ্রুপ-এ’তে তিনটি ম্যাচই জিতেছিলো ‘মেন ইন ব্লু’ ফলে মোট ১১২০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৯০ লক্ষ টাকা পাচ্ছে তারা। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকেই ১ কোটি ৮ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। ফলে সবমিলিয়ে ভারতীয় দলের ঝুলিতে যোগ হচ্ছে ২১.৫ কোটি টাকা।

পিছিয়ে নেই নিউজিল্যান্ড’ও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) রানার্স আপ হওয়ার সুবাদে তারাও পাচ্ছে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ। গ্রুপ পর্বে জোড়া ম্যাচ জিতে ৬৮০০০ মার্কিন ডলার অর্থাৎ ৬০ লক্ষ টাকার কাছাকাছি পাচ্ছে তারা। অংশগ্রহণের ১ কোটি ৮ লক্ষ-সহ কিউইদের মোট অর্জন দাঁড়াচ্ছে ১২ কোটি ১৫ লক্ষ টাকা। সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অংশগ্রহণের ১ কোটি ৮ লক্ষ ছাড়াও তারা পাচ্ছে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার করে। ভারতীয় টাকার অঙ্কে যা ৪ কোটি ৮৮ লক্ষ টাকার কাছাকাছি। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতেছিলো অজি’রা। হারিয়েছিলো ইংল্যান্ডকে। ফলে তাদের ঝুলিতে যাচ্ছে আরও ৩৪০০০ মার্কিন ডলার। ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচ জিতে ৬৮০০০ মার্কিন ডলার পাচ্ছে প্রোটিয়া শিবির’ও।

কোনো ম্যাচ না জিতেও লাভবান পাকিস্তান-

Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) মোট ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে ঘোষণা করেছিলো আইসিসি। যা গতবারের চেয়ে ৫৩ শতাংশ বেশী।  প্রধান আয়োজক ছিলো পাকিস্তান। চূড়ান্ত হতাশ করেছে তারা। ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছেন বাবর আজম’রা। বাংলাদেশের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটিও ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। মাত্র ১ পয়েন্ট নিয়ে যাত্রা শেষ করলেও আর্থিক পুরষ্কার পাচ্ছে পাক দল। অংশগ্রহণের ১ কোটি ৮ লক্ষ যাচ্ছে তাদের ঝুলিতে। সাত নম্বরে শেষ করে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার পাচ্ছে তারা। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৩১ লক্ষের কাছাকাছি। সমপরিমাণ অর্থ পাচ্ছে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ড’ও। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করে আফগানিস্তান ও বাংলাদেশ। পার্টিসিপেশন প্রাইজের পাশাপাশি ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার (৪.১৪ লক্ষ টাকা) করে পাচ্ছে তারাও।

দেখুন ICC-র বিজ্ঞপ্তি-

Also Read: CT 2025 IND vs NZ: “সকল দেশের সেরা…” ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই বাঁধভাঙা উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *