সদ্য সমাপ্ত হলো ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। রবিবার অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ২০২৩’এর মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। আর প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া মাত্র ২৪০ রান বানাতে সক্ষম হয়েছিল যেখানে অস্ট্রেলিয়া দল ৪৪ তম ওভারে খুব সহজে মেগা ফাইনাল জয়লাভ করলো। ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া, ২০০৩ সালের পর আবার ২০২৩ সালে ভারতকে ফাইনালের মঞ্চে পরাস্ত করল অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপ শেষেই শোনা গেল এক দুঃসংবাদ, বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে করা হলো ব্যান।
আরও পড়ুন: World Cup 2023: উঠে এল ভারতের বিশ্বকাপ ফাইনাল হারের আসল রহস্য, এই মারাত্মক কারণেই ফিরতে হল খালি হাতে !!
ব্যান হলেন বিশ্বকাপ জয়ী প্লেয়ার
প্রসঙ্গত, বিশ্বকাপ (World Cup 2023) শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে (Marlon Samuels) ৬ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি (ICC)। দুর্নীতিবিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগে স্যামুয়েলসকে ৬ বছর নিষিদ্ধ করেছে আইসিসি। চারটি অভিযোগের মধ্যে- ₹ জুয়াড়িদের থেকে উপহার, অর্থ এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা নিয়েছেন যেটি আইসিসি-র দুর্নীতি বিরোধী আধিকারিকদের থেকে লুকিয়ে গিয়েছেন। প্রায় ৭৫০ ডলারের বেশি মূল্যের আর্থিক সাহায্য পেয়েছেন তাদের থেকে যেটি সম্পূর্ণভাবে লুকিয়ে গিয়েছেন তিনি। এমনকি তিনি আইসিসি-র দুর্নীতি বিরোধী সংস্থার আধিকারিকদের সঙ্গে তদন্তেও সহযোগিতা করেননি। প্রয়োজনীয় কাগজপত্র লোপাট করে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এই সকল অভিযোগকে মাথায় রেখেই দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন মার্লন স্যামুয়েলসকে (Marlon Samuels) ৬ বছরের জন্য ব্যান করলো ICC।
স্যামুয়েলের ক্যারিয়ার
ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছেন স্যামুয়েলস। ২০১২ ও ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার সবথেকে বড় ভূমিকা ছিল তার কাঁধেই। ওয়েস্ট ইন্ডিজের সেই পাওয়ার হাউস টি টোয়েন্টি দলের তিনি ছিলেন খুঁটি। দলের হয়ে ৭১ টেস্টে ৩২.৬৪ গড়ে ৩৯১৭ রান বানিয়েছেন ও নিয়েছেন ৪১ উইকেট। ২০৭ ওডিআই ম্যাচে ৩২.৯৮ গড়ে ৫৬০৬ রান বানিয়েছেন ও সঙ্গে নিয়েছেন ৮৯ উইকেট ও ৬৭ টি টোয়েন্টি ম্যাচে তিনি ২৯.২৯ গড়ে বানিয়েছেন ১৬১১ রান ও নিয়েছেন ২২ উইকেট। তবে, ২০১২ ও ২০১৬ টি টোয়েন্টি ফাইনালে তার খেলা ৫৬ বলে ৭৮ ও ৬৬ বলে ৮৫ রানের ইনিংস চিরস্মরণীয় থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে।