২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। এ বছর একের পর এক টুর্নামেন্ট খেলতে দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্বের এক একটি দেশকে। এমনকি এ বছরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট, ক্রিকেট বিশ্বকাপ (WC 2023) এবং ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। তবে, বিশ্বকাপের জন্য প্রকাশিত হলো শিডিউল, আজ মুম্বাইয়ে প্রকাশিত হল আসন্ন ওয়ানডে আন্তর্জাতিক বিশ্বকাপ। ভারতের ১০ টি স্টেডিয়ামে ৪৬ দিন ধরে চলবে এই মেগা ইভেন্ট।
প্রকাশিত হলো বিশ্বকাপ ২০২৩ সময় সূচি
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপ (WC 2023)। তবে, ঘরের মাঠে খেলা সত্ত্বেও ভারত নিজেদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর থেকে। আর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজেতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেমি ফাইনাল দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে। আর ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর।
১০ টি দল নিয়ে শুরু হবে বিশ্বকাপ (WC 2023)। আর ৮ টি দল সরাসরি পৌঁছে গিয়েছে বিশ্বকাপে অংশ গ্রহন করার জন্য। তবে, বাঁকি দুই দলকে অংশগ্রহণ করতে খেলতে হবে কোয়ালিফায়ার ম্যাচ। আর জিম্বাবুয়েতে ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব চলছে যেখানে অংশ নেবো ১০ দল আর এই ১০টি দল একে অপরের সাথে রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলবে। এবং সেরা চার দল সেমি ফাইনালে উঠবে।
বিশ্বকাপে ভারতের ৯ টি ম্যাচ
• ৮ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া – চেন্নাই।
• ১১ অক্টোবর – ভারত বনাম আফগানিস্তান – দিল্লি।
• ১৫ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান – আহমেদাবাদ।
• ১৯ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ – পুনে।
• ২২ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড – ধর্মশালা।
• ২৯ অক্টোবর – ভারত বনাম ইংল্যান্ড – লখনউ।
• ২ নভেম্বর – ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল ২ – মুম্বাই।
• ৫ নভেম্বর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – কলকাতা।
• ১১ নভেম্বর – ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল ১ – বেঙ্গালুরু।