ইন্দোরে আজ ভারতীয় দল (India vs New Zealand ODI Series) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। এই ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশ আর্শদীপ সিং’কে (Arshdeep Singh) দলে এনে রীতিমতো চমক দিয়েছেন। ম্যাচের প্রথম ইনিংসে তিনি প্রভাব ফেলার চেষ্টা করেন। কিন্তু ব্যাট হাতে ড্যারিল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপস (Glenn PhilIips) বিধ্বংসী হয়ে উঠেছিলেন। তাদের দুরন্ত ব্যাটিং ভারতের হাত থেকে ম্যাচ অনেকটাই দূরে নিয়ে চলে গিয়েছিল। শুভমান গিলকে (Shubman Gill) হাল ছেড়ে দিতে দেখা যায়। ধারাভাষ্য করার সময় এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান স্মিথ (Ian Smith)।
Read More: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!
চাপের মুখে পড়ে ভারত-

আজ নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতে নেমে ডেভন কনওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas) সম্পূর্ণ ব্যর্থ হন। এরপর উইল ইয়ং (Will Young) মাত্র ৩০ রান করে মাঠ ছাড়েন। ফলে মাত্র ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল কিউই বাহিনী। এইরকম পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে আত্মবিশ্বাস দেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। দুজনে মিলে ১৮৬ বলে গুরুত্বপূর্ণ ২১৯ রান তুলে নেন।
মিচেল সবচেয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি ১৩১ বলে করেন ১৩৭ রান। তার ব্যাট থেকে আসে ১৫ টি চার এবং ৩ টি ছয়। আজ প্রশংসনীয় শতরান হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন গ্লেন ফিলিপসও। এই তারকা ৮৮ বলে করেন ১০৬ রান। তিনি ইনিংসিটি ৯ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে সাজিয়েছিলেন। ফলে এক সময় ভারতীয় দলের বোলাররা দিশেহারা হয়ে পড়ে।
হাল ছেড়ে দেন গিল-

ইন্দোরে যখন মিচেল এবং ফিলিপস জুটি বেঁধে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তখন ভারতীয় বোলিং আক্রমণ রীতিমতো অসহায় পরিস্থিতির মধ্যে চলে যায়। সেই সময় কেএল রাহুল (KL Rahul) আর্শদীপ এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছিলেন। ফিল্ডিং সাজানোর দায়িত্বও কাঁধে তুলে নেন রাহুল। তখন গিলকে লং অফে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) কোনোভাবে উৎসাহিত করছিলেন না।
এই ছবি দেখে ধারাভাষ্যকার ইয়ান স্মিথ অধিনায়ক হাল ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “শুভমান গিল লং অফে দাঁড়িয়ে আছেন মানে তিনি কার্যত জয়ের আশা ছেড়ে দিয়েছেন। অধিনায়ক হিসেবে তোমার উচিত মাঠের মধ্যে সমস্ত সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ করে যখন দল সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু এখন রাহুল গিয়ে আদর্শদীপের সঙ্গে কথা বলছে। এই দায়িত্ব অধিনায়ক এবং সহ অধিনায়ক এর নেওয়া উচিত ছিল।”