"বিরাটকে দেখে শেখো..", ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের একহাত দিলেন ইয়ান বিশপ, বললেন এই কথা !! 1

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা জয় দিয়েই শুরু করলো টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা শুরু করে দিয়েছে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে একহাত নিয়েছিল টিম ইন্ডিয়া যেখানে উইন্ডিজ দলকে মাত্র তৃতীয় দিনের মাথাতেই দুইবার অলআউট করে এবং ইনিংস সহ প্রথম টেস্টে জয়লাভ করে। অন্যদিকে, পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়েছে শুরু, ম্যাচটি ভারত ও ওয়েস্টইন্ডিজ উভয় দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ১০০ তম বার দুই দল একে অপরের মুখোমুখি হলো টেস্ট ম্যাচ ক্রিকেটে। পাশাপাশি, এই ম্যাচটি বিরাট কোহলির (Virat Kohli) ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ।

Read More: উইন্ডিজ সিরিজের পর বদলাবে টিম ইন্ডিয়ার অধিনায়ক, বিসিসিআই কর্মকর্তার বক্তব্যে তৈরি হলো চাঞ্চল্য !!

৫০০’ তম ম্যাচে অপরাজিত কিং কোহলি

Virat kohli and jadeja,
Virat Kohli and Ravindra Jadeja | Image: Getty Images

আর ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচেও রানের খিদে কমেনি বিরাট কোহলির। গতকাল, শুভমান গিল আউট হওয়ার পরই ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি, প্রথম থেকেই তিনি পরিপক্ক ব্যাটিং করছিলেন এবং নিজের ইনিংস আস্তে আস্তে গড়ছিলেন। গতকাল, ওপেনিং করতে আসা যশস্বী জয়সওয়াল ৭৪ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ঠিক কিছু সময় পরেই প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল (Shubman Gill) মাত্র ১২ বলে ১০ রান করেন গিল। অধিনায়ক রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করে হারান নিজের উইকেট ১৪৩ বলে ৮০ রান করেন রোহিত। বর্তমানে ক্রিজে টিকে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। কোহলি আপাতত ১৬১ বলে ৮৭ রানে ব্যাটিং করছেন ও ৮৪ বলে ৩৬ রানে অপরাজিত রয়েছেন জাদেজা। টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান করলো প্রথম দিনেই।

৫০০’তম ম্যাচেও খিদে কমেনি কোহলির

Virat Kohli , bcci
Virat Kohli | Image: Getty Images

বিরাটের ৫০০’তম আন্তর্জাতিক ম্যাচে একটুও ফিটনেস কমেনি বা তার রানের খিদে এখনো মেটেনি। গতকাল তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ (Ian Bisop)। বিরাটকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন যে, “এখানে এমন একজন লোক (বিরাট কোহলি) যিনি প্রায় ৫০০টি গেম খেলেছেন, প্রতিটি রানের মূল্য তিনি জানেন। প্রতিটি রানের জন্য তার প্রতিশ্রুতি দেখুন, আমি বলতে চাই ক্যারিবিয়ানের তরুণ প্লেয়ারকে বলতে পারতাম সবসময় বাউন্ডারির উপর নজর না রেখে এভাবে দৌড়াতে।” পাশাপাশি, বিরাটের ক্যারিয়ারের দিকে নজর দিলে দেখা যাবে, বিরাট ২৭৪ টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ৫৭.৩২ গড়ে, ১২৮৯৮ রান বানিয়েছেন। পাশাপাশি ৬৫ বার অর্ধশত রান ও ৪৬ বার শতরান হাঁকিয়েছেন। এছাড়া টেস্ট ক্রিকেটের কথা বলতে গেলে ১০৯ টেস্ট ম্যাচ খেলে (উইন্ডিজ সিরিজের আগে) ৪৮.৭৩ গড়ে ৮৪৭৯ রান বানিয়েছেন কোহলি আর ১১৫ টি-টোয়েন্টি খেলে ৫২.৭৪ গড়ে ৪০০৮ রান বানিয়ে শীর্ষস্থানে রয়েছেন কোহলি।

Read Also: নিঃশব্দে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন ঋষভ পন্থ, শীঘ্রই ফের গায়ে চাপাবেন ভারতের জার্সি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *