চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই করাচির হোটেলে আগুন, প্রাণে বাঁচলো ক্রিকেটাররা !! 1

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একেরপর এক বেহুঁশ কান্ডকারখানা চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আগে নানান প্রশ্ন তৈরি করছে। আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না বলে জানিয়ে দিয়েছে। এমনকি শেষ কয়েকদিন ধরে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর’ নিয়েও চলছে জল্পনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ট্রফি নিয়ে ভ্রমণ করতে চাইলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিতে POK অঞ্চলে বন্ধ করতে হয়েছে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর’।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানে ঘটলো বড় দুর্ঘটনা

Champions Trophy 2025

এবার করাচিতে ঘটে গেল বড় দুর্ঘটনা। টিম হোটেলে লেগেছে আগুন। যার কারণে পাকিস্তানের জাতীয় উইমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আপাতত বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে অল্পের জন্য প্রাণে বেচেঁছেন পাঁচ মহিলা ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র দাবি জানিয়েছে, পাঁচজন নারী ক্রিকেটার টিম হোটেলে আটকা পড়েছিল। তাঁদের দ্রুত উদ্ধার করাও হয়েছে। যদিও কেউই আহত হননি, প্লেয়ারদের দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

কিছু মাস আগেই পাকিস্তানে পুরুষদের ওডিআই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এবার মহিলা দের উইমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপেয়ে মাঝেই সমাজ মাধ্যমে করাচিতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা সামনে উঠে এসেছে। সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। পরিস্থিতি হাতের মুঠোয় আনতে দমকলের বেশ কয়েকটি গাড়ি দেখতে পাওয়া যায়। নিমেষের মধ্যে দাও দাও লড়ে জ্বলে যায় সব কিছুই, প্লেয়ারদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ক্রিকেটদের বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। আপাতত ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্ট বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা PCB।

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে ভারত

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

তবে, হোটেলে আগুন লাগার ফলে সমস্ত ক্রিকেটারকে অন্যত্র রাখার কথা ভেবেছিল টিম কতৃপক্ষ তবে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেনি PCB। এই প্রথম নয় আগেও পাকিস্তানে নানান আপত্তিকর ঘটনা ঘটেছে। শেষবার ইংল্যান্ড দল যখন পাকিস্তান সফরে এসেছিল তখন টিম হোটেল থেকে গুলি-গোলার আওয়াজ শুনতে পাওয়াও গিয়েছিল। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য যে সময়সূচী নির্ধারণ করেছিল তাতে করাচির বুকে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানদের মতন দলদের খেলতে দেখা যেত। পাশাপাশি করাচিতে যে কোন একটি সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘটে যাওয়া এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড আবার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পিছুপা হবে না।

Read Also: Champions Trophy 2025: “কেউ মারা যাওয়ার হলে সে…” চ্যাম্পিয়ন্স ট্রফির আগে BCCI’কে হুমকি মিয়াঁদাদের, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *