এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় টেস্ট দল (Team India)। গত কয়েক মাসে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু’টি সিরিজ হেরেছে তারা। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) মত মহাতারকারা। এখন অপেক্ষা নতুনদের পাদপ্রদীপের আলোয় জায়গা করে নেওয়ার। ‘মেন ইন ব্লু’র অন্দরে নয়া যুগের শুরুটা হতে চলেছে আসন্ন ইংল্যান্ড সফর থেকেই। বেন স্টোকসদের বিরুদ্ধে যথাক্রমে হেডিংলে, এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে পাঁচটি ম্যাচ খেলবে ভারত (Team India)। কোহলি-রোহিতদের শূন্যস্থান কারা পূরণ করবেন তার খানিক আভাস মিলতে পারে ভারতীয়-এ দলের ইংল্যান্ড সফরে (IND vs ENG)। একঝাঁক মহাতারকাকে রেখে গতকাল যুব দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। চমক রয়েছে কোচের নামেও।
Read More: IPL 2025 RCB vs KKR Match Preview: প্লে-অফের দরজায় কড়া নাড়ছে বেঙ্গালুরু, স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টায় কলকাতা !!
প্রকাশ্যে ভারত-এ স্কোয়াড-

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। তবে তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ক্যান্টারবেরি ও নদার্ম্পটনের মাঠে দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারত-এ (INDIA-A) দল। টিম ইন্ডিয়া ইংল্যান্ড পোঁছনোর পর তাদের বিপক্ষেও একটি বেকেনহ্যামে আন্তঃস্কোয়াড ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এই সফরের জন্যই গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করেছেন অজিত আগরকারেরা (Ajit Agarkar)। ভারত-এ’কে ইংল্যান্ডের মাঠে নেতৃত্ব দেবেন বাংলার অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। পরিচিত মুখেদের মধ্যে যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঋতুরাজ গায়কোয়াড়, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষণ, আকাশ দীপ, শার্দুল ঠাকুররা রয়েছেন দলে। ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের স্কোয়াডেও জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছেন তাঁরা প্রত্যেকেই।
মুকেশ কুমার, তনুষ কোটিয়ান, অংশুল কম্বোজ, তুষার দেশপাণ্ডে, হর্ষ দুবেদের (Harsh Dubey) মত ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া তারকাদেরও রাখা হয়েছে ভারত-এ (INDIA-A) দলে। নির্বাচকদের রেডারে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ তাঁরা পাচ্ছেন ইংল্যান্ড সফরে। এছাড়া দলে রয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন’ও। কিন্তু আইপিএলের (IPL) প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে তাঁদের দু’জনেরই। পরিবর্তিত সূচি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ শেষ হচ্ছে ৩ জুন। তাই ক্যান্টারবেরির ম্যাচটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাই (Sai Sudharsan) ও শুভমানকে (Shubman Gill)। ৬ তারিখ থেকে শুরু হতে চলা দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচটির আগে ভারত-এ (INDIA-A) স্কোয়াডের সাথে যোগ দেবেন তাঁরা। খেলবেন আন্তঃস্কোয়াড ম্যাচেও।
এক নজরে ভারত-এ স্কোয়াড-
India A squad for England tour announced… pic.twitter.com/McovbwnKCc
— RevSportz Global (@RevSportzGlobal) May 16, 2025
কোচের দায়িত্বে নেই গম্ভীর-

eমাসখানেক আগে খবর শোনা গিয়েছিলো যে পরিবেশ, পিচের চরিত্র, পরিস্থিতি খতিয়ে দেখতে টিম ইন্ডিয়ার (Team India) তারকাদের আগেই ইংল্যান্ড পাড়ি দেবেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারত-এ দলের কোচ হিসেবে ইংল্যান্ডে পাঠানো হতে পারে তাঁকে, মিলেছিলো খবর। কিন্তু গতকাল স্কোয়াড ঘোষণার পর জানা গিয়েছে যে গম্ভীর নন, অভিমণ্যু ঈশ্বরণদের কোচ হচ্ছেন হৃষিকেশ কানিতকর (Hrishikesh Kanitkar)। ভারতীয় দলের হয়ে ২টি টেস্ট ম্যাচ ও ৩৪টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কানিতকরের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৬ ম্যাচে ১০৪০০ রান রয়েছে তাঁর। করেছেন ৩৩টি শতরান’ও। লিস্ট-এ’তে ১২৮ ম্যাচে করেছেন ৩৫২৬ রান। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও ৬টি শতক রয়েছে তাঁর। এর আগে ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার ভারত-এ’র কোচ হিসেবে ডাগ-আউটে দেখা যাবে তাঁকে।