JioHotstar নাকি SonyLIV? কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়ার T20 ম্যাচ একদম ফ্রি !! 1

IND vs AUS: ওডিআই সিরিজে ব্যার্থতার পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তনের। ভারতীয় দলের কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-২ ব্যাবধানে পরাজিত হয়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই  সিরিজ হেরেছে শুভমান গিলের (Shubman Gill) টিম ইন্ডিয়া। ভারত ও অস্ট্রেলিয়া এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর প্রথম ম্যাচ ক্যানবেরায়। সিরিজের শেষ ম্যাচটি নির্ধারিত আছে ৮ নভেম্বর। ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় দল এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরাটা দিয়ে জয়ের চেষ্টা করবে। সিরিজটি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়কত্বে খেলবে।

সিরিজ জিততে মোরিয়া স্কাই বাহিনী

asia-cup-2025-india-vs-bangladesh-match-report Asia cup 2025, ind vs aus
Team India | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দেখতে পাওয়া যাবে, যেটি টিম ইন্ডিয়ার কাছে সবথেকে প্লাস পয়েন্ট হতে চলেছে। শুধু তাই নয়, অভিষেক শর্মার (Abhishek Sharma) রুদ্ধশ্বাস ফর্ম, তিলক ভার্মার (Tilak Varma) ম্যাচ উইনিং ক্ষমতা ভারতীয় দলকে অজি দের বিরুদ্ধে নতুন পথ দেখাবে। সদ্য ভারতীয় টি-টোয়েন্টি দল এশিয়া কাপ জয়লাভ করেছে যেখানে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিল। তবে, টি-টোয়েন্টি দলে নেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), এমনকি চোটের কারণে নীতিশ কুমার রেড্ডি প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

Read More: রোহিত-বিরাটই নন একসময় MS ধোনির সাথে শত্রুতা করেছেন অজিত আগারকার, দল থেকে দিয়েছিলেন বাদ !!

কিভাবে দেখবেন IND vs AUS T20 সিরিজ

টেলিভিশন: সিরিজের লাইভ সম্প্রচার করবে Star Sports নেটওয়ার্ক। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক স্টার চ্যানেলে ম্যাচ দেখতে পাওয়া যাবে। পাশাপশি, সরাসরি বিনামূল্যে এই ম্যাচটি দেখতে গেলে ডিডি স্পোর্টসের পর্দায় নজর রাখতে হবে। তাছাড়া, ডিডি ফ্রি-ডিশ ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই ম্যাচ দেখতে পারবেন।

মোবাইল/ডেক্সটপ: আপনি মোবাইলে কিংবা ডেস্কটপে অফিসিয়ালি Disney+ Hotstar (যা Hotstar/Disney+ ব্র্যান্ডে পাওয়া যায়) স্ট্রীমিং করবে। তাছাড়া, ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে Jio গ্রাহীরা JioCinema/Hotstar-এর নির্দিষ্ট ফ্রি প্ল্যানে ম্যাচ দেখতে পেতে পারেন; পাশাপাশি কিছু টেলিকম অফার (যেমন Airtel, Vi-এর নির্দিষ্ট প্ল্যান) সাবস্ক্রিপশন সুবিধা দিতেও পারেন। এমন স্বল্প মূল্যেই ম্যাচ দেখতে পাওয়া যাবে। হটস্টারের পাশাপশি ফ্যানকোডের (Fancode) মাধ্যমে আপনি এই ম্যাচের মজা নিতে পারেন। তাছাড়া, দেশভিত্তিক YuppTV, Willow TV বা Kayo Sports-এর মতো প্ল্যাটফর্মে আপনি এই সিরিজের মজা নিতে পারেন।

Read Also: IND vs AUS: বাদ গিল ও কুলদীপ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় টি২০ একাদশে হল চমকে দেওয়া বদল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *