IPL 2025: চলতি আইপিএলের শুরুটা জয় দিয়ে করেছিলো চেন্নাই সুপার কিংস। তারা হারিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু এর পর থেকেই একের পর এক ব্যর্থতা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। পরবর্তী সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে তারা। জিতেছে কেবল একটি। এই মুহূর্তে চার পয়েন্ট রয়েছে মহেন্দ্র সিং ধোনিদের ঝুলিতে। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদেরও পয়েন্ট সংখ্যান এক হলেও নেট রান-রেটে পিছিয়ে থাকার দরুণ লীগ তালিকায় সবার নীচে চেন্নাই সুপার কিংস। এই কঠিন পরিস্থিতি থেকে প্লে-অফে পৌঁছানো তাদের পক্ষে আদৌ সম্ভব নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে খাদের কিনারে পৌঁছে যাওয়ার পরেও ভেঙে পড়তে রাজী নন দুবে, জাদেজা, রচিনরা। ‘মিরাক্ল’-এর আশায় বুক বাঁধছেন তাঁরা।
Read More: IPL 2025 CSK vs SRH Preview: চেপকে মুখোমুখি চেন্নাই ও হায়দ্রাবাদ, ব্যর্থতা ভুলে সাফল্যের সন্ধানে দুই শিবিরই !!
এখনও প্লে-অফ সম্ভব চেন্নাইয়ের-

গত মরসুমে প্রথম আটটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এরপরেই ঘুরে দাঁডান বিরাট কোহলি, রজত পাটিদাররা। টানা ৬টি ম্যাচ জিতে আদায় করে নেন শেষ চারের টিকিট। লীগ পর্বের শেষ খেলাটিতে তারা মুখোমুখি হয়েছিলো চেন্নাইয়ের। ১৮ বা তার কম রানের ব্যবধানে হারলে নক-আউট পর্বে যেতে পারতেন ধোনিরাই। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উলটে ২৭ রানের ব্যবধানে জিতে লীগ পর্বের বাধা টপকে নক-আউটে পা রাখেন বিরাটরাই। আরসিবি’র গত মরসুমের পারফর্ম্যান্স থেকেই প্রেরণা নিতে পারে চেন্নাই সুপার কিংস। সামনে এখনও ছয়টি ম্যাচ রয়েছে তাদের। যদি সব ক’টিতে জয় পায় তারা, তাহলে পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১৬। সেক্ষেত্রে অন্যান্য দলগুলির মুখাপেক্ষী না থেকেই জায়গা করে নেওয়া যাবে প্লে-অফে।
চেন্নাইকে আত্মবিশ্বাস যোগাতে পারে তাদের নিজেদের পূর্বের পারফর্ম্যান্স’ও। ২০১০ সালে প্রায় একই রকম পরিস্থিতিতে ছিলো মহেন্দ্র সিং ধোনি’র দল। শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস)’কে হারাতে না পারলে ছিটকে যেতে হত সেমিফাইনালের দৌড় থেকে। ধর্মশালার পাহাড়ঘেরা মাঠে সেদিক অসাধ্যসাধন করেছিলো ‘সুপার কিংস’ শিবির। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পা রেখেছিলো শেষ চারে। ঐ বছরই নিজেদের প্রথম আইপিএল ট্রফিও জিতেছিলো তারা। এবার একটি নয়, টানা ছয়টি ম্যাচ জিততে হবে তাদের। লড়াইটা যে কঠিন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অসম্ভব নয় বলেই মনে করছে সিএসকে শিবির। কনুইয়ের চোটে নেই ঋতুরাজ গায়কোয়াড়। তাঁকে ছাড়াই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটানোর স্বপ্ন দেখছে তারা।
দেখুন IPL-এর পয়েন্ট তালিকা-

ছয়টি ‘ডু অর ডাই’ ম্যাচ সিএসকে-র-

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। লীগ তালিকার নয় বনাম দশের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, মত বিশেষজ্ঞদের। যে দল হারবে, তারাই ছিটকে যাবে প্লে-অফের দৌড় থেকে। যদি আজ চেপকে চেন্নাই সুপার কিংস জেতে তাহলে তারা শুধু বাড়তি অক্সিজেন পাবে না, সাথে হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসকে সরিয়ে দশ থেকে এক লাফে উঠে আসবে আট নম্বরে। প্রত্যাবর্তনের প্রথম ধাপ আজ সম্পূর্ণ করতে পারে তারা। এরপর ৩০ তারিখ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কথা হলুদ জার্সিধারীদের। শেষ চারটি ম্যাচ রয়েছে যথাক্রমে বেঙ্গালুরু, কলকাতা, রাজস্থান ও গুজরাতের বিরুদ্ধে। এর মধ্যে দুটি ঘরের মাঠে, দুটি রয়েছে অ্যাওয়ে গ্রাউন্ডে। সেইসব ‘ফ্যাক্টর’ নিয়ে চিন্তা করার মত পরিস্থিতি অবশ্য নেই চেন্নাই শিবিরের। তাদের লক্ষ্য এখন শুধুই জয়।