CT 2025: টুর্নামেন্ট শুরুর ৪ দিনের মধ্যেই বিদায় আয়োজক দেশ পাকিস্তানের, মুখ পুড়লো পিসিবির 1

CT 2025: দীর্ঘদিন পর আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আয়োজক দেশ হিসেবে তাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সবকিছু কাটিয়ে উঠে দল হিসাবে তারা ঘরের মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার চার দিনের মধ্যেই সমর্থকদের হতাশ করে কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে পাক বাহিনী। গতকাল মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) দল ভারতের (IND vs PAK) কাছে লজ্জাজনকভাবে হারের সম্মুখীন হয়ে ট্রফি জয়ের স্বপ্ন শেষ করেছে।

CT 2025 থেকে বিদায় আয়োজক দেশ পাকিস্তানের-

CT 2025: টুর্নামেন্ট শুরুর ৪ দিনের মধ্যেই বিদায় আয়োজক দেশ পাকিস্তানের, মুখ পুড়লো পিসিবির 2
IND vs PAK | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি স্টেডিয়ামে মাঠে নামে পাকিস্তান। প্রথম ম্যাচেই ঘরের মাঠে তারা ৬০ রানে পরাজিত হয়। প্রথম ইনিংসে কিউইরা ৩২১ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। বল হাতে তারকা পেসার শাহীন আফ্রিদি (Shaheen Afridi) সম্পূর্ণ ব্যর্থ হন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারকা ব্যাটসম্যান বাবর আজমের (Babar Azam) ধীর ব্যাটিং সমালোচনার মুখে পড়ে। এরপর গতকাল ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও রিজওয়ান বাহিনীদের ছবির কিছুই পরিবর্তন দেখা যায়নি। সৌদ শাকিল এবং অধিনায়কের ব্যাটে ভর করে তারা প্রথম ইনিংসে ২৪১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি অপরাজিত শতরানের মাধ্যমে ভারতকে ৬ উইকেটে সহজ জয় এনে দেন। ফলে পরপর দুই ম্যাচে হেরে পাকিস্তানের আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন আবারও কার্যত শেষ হয়ে গেছে। আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে কোনোরকম প্রভাবই ফেলতে পারলো না তারা।

Read More: “ক্রিকেট হেরে গেছে..”, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার !!

আয়োজক দেশ হিসাবে একাধিক বিতর্কে পাকিস্তান-

CT 2025: টুর্নামেন্ট শুরুর ৪ দিনের মধ্যেই বিদায় আয়োজক দেশ পাকিস্তানের, মুখ পুড়লো পিসিবির 3
Pakistan Team | Image: Getty Images

দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আয়োজক দেশ হিসেবে পাকিস্তান একাধিক বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই বিসিসিআই (BCCI) স্পষ্ট করে দিয়েছিল যে তারা পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে এই টুর্নামেন্টে খেলার জন্য পাঠাবে না। উল্লেখ্য দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকায় দীর্ঘদিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। একমাত্র আইসিসি এবং এশিয়ার টুর্নামেন্টেই এই চির প্রতিদ্বন্দ্বীদের একে অপরের মুখোমুখি হতে দেখা যায়। অন্যদিকে দলের নিরাপত্তার দিকেও বিসিসিআই প্রশ্ন তোলে। ফলে শেষ পর্যন্ত রোহিত বাহিনীদের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভ্যেনু হিসাবে দুবাইকে বেছে নেয় আইসিসি। অন্যদিকে দেশের অর্থনীতি খারাপ থাকলেও এই গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবি ১২০ কোটি টাকা খরচ টরে স্টেডিয়ামগুলি সংস্কার করে। কিন্তু সবকিছুর মধ্যে দলের পারফরম্যান্স নিম্নগামী হওয়ায় সবচেয়ে বেশি হতাশ হয়েছেন ভক্তরা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী (Basit Ali) সমালোচনা করে সম্প্রতি বলেছেন, “যে বিপুল পরিমাণ টাকা স্টেডিয়াম সংস্কারে পিসিবি (PCB) খরচা করেছে তার অর্ধেক টাকা দিয়ে ভালো দল তৈরি করা যেত। কিন্তু প্রধান বিষয় হল একটি দল তৈরি করতে গেলে বুদ্ধির দরকার হয়। আপনাদের কি সেইরকম দৃষ্টিভঙ্গি আদৌ আছে?”

Also Read: “তুমি রবে নীরবে…” শুভমান গিলের দিকে এক নজরে সারা তেন্ডুলকর, চুপিসারে পৌঁছালেন দুবাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *