টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক নতুন দেশ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দল পাকিস্তানকে হারিয়ে সুপার ৮’এ জায়গা করে নিয়েছিল। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত, পাকিস্তান শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলির সঙ্গে সঙ্গে মোট ৮ টি দেশ অংশগ্রহণ করতে চলেছে। ফলে এই টুর্নামেন্টেও একাধিক অঘটন ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দলগুলি দিতে পারে চামক।
শুরু হচ্ছে এশিয়ার মহারণ-

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025)। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে গ্ৰুপ ‘এ’তে ভারত, পাকিস্তানের সঙ্গে জায়গা পেয়েছে ওমান এবং আরব আমিরাত। অন্যদিকে গ্ৰুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং এবং আফগানিস্তান। ব্লু ব্রিগেডরা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা ৮ বার চ্যাম্পিয়ন হয়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছে।
এই বছর এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর ভারত সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিরুদ্ধে যাত্রা শুরু করবে। ১৪ সেপ্টেম্বর রয়েছে পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে ব্লু ব্রিগেডদের হাইভোল্টেজ ম্যাচ। এই বছর দলকে নেতৃত্ব দিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শুভমান গিল (Shubman Gill)। সাম্প্রতিক সময় এই দুই তারকা ব্যাটসম্যান দূরত্ব ফর্মে রয়েছেন। অন্যদিকে আসন্ন টুর্নামেন্টে বোলিং আক্রমণের দায়িত্ব রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হর্ষিত রানার (Harshit Rana) মতো পেসার। স্পিন আক্রমণ সামলাবেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মতো তারকা।
Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!
বাজি মারবে এই দল-

এই বছর এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো শক্তিশালী দল থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন হংকং ট্রফি জয়ের অন্যতম দাবিদার হবে। এই দলকে নেতৃত্ব দিতে চলেছেন ইয়াসিম মুর্তজা (Yasim Murtaza)। পাকিস্তানি বংশোদ্ভূত এই তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ৬৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন ৭০ টি উইকেট। এশিয়া কাপের জন্য প্রকাশিত ২০ সদস্যের দলের মধ্যে ১৫ জনই ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার।
পাকিস্তানের বংশোদ্ভূত ১০ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাবর হায়াত (Babar Hayat) , জিসান আলি, নিজাকত খানের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ৫ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আংশুমান রথ (Anshuman Rath), আয়ুশ শুক্লা (Ayush Shukla) ও কিঞ্চিত শাহ (Kinchit Shah)। ফলে এই ক্রিকেটাররা টুর্নামেন্ট শক্তিশালী দলগুলির বিপক্ষে চমক দিতে পারে। গ্ৰুপ ‘বি’তে বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দলকে হারাতে পারলেই শ্রীলঙ্কার সঙ্গে সুপার ৪’এ জায়গা করে নিতে পারে হংকং।
আত্মবিশ্বাসী কোচ-
হংকংয়ের প্রধান কোচ শ্রীলঙ্কার কৌশল সিলভা (Kaushal Silva) ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে তারা ট্রফি জয় লক্ষ্যেই মাঠে নামতে চলেছে। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রতিটি ক্রিকেটারকে সেরা পারফর্মেন্সের মাধ্যমে তাদের জায়গা অর্জন করে নিতে হবে। আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। চোখে চোখ রেখে বড়ো দলগুলির বিরুদ্ধে লড়াই করতে এসেছি। জয় তুলে নিতে এবং অভিজ্ঞতা উপভোগ করতে এসেছি।”
এশিয়া কাপের জন্য হংকং দল-
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), জিশান আলি, শহীদ ওয়াসিফ, নিজাকাত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রথ, বাবর হায়াত, এহসান খান, কালহান ছাল্লু, আয়ুশ শুক্লা, আইজাজ খান, আতেক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুদ আরশাদ, আলি হাসান, মোঃ গজানফর, মোঃ ওয়াহিদ