আন্দ্রে রাসেল
ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) এই তালিকায় সর্বশেষ নাম। ডানহাতি এই মিডল অর্ডার পাওয়ার হিটার ব্যাটসম্যান যেকোনো বোলারের কাছে বিভীষিকা। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি অনেক অসাধারণ ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। নাইট তারকা অলরাউন্ডার এই বছরেও তার পুরানো দলের হয়ে মাঠে নামবেন। রাসেল গতবছর আইপিএল এ মোট ৩২টি ছয় তৃতীয় স্থান ধরে রেখেছিলেন। তাই মনে করা যাচ্চ্ছে এই বছরেও তার ব্যাট থেকে এই রকম বড়ো বড়ো ছয় দেখতে পাওয়া যাবে এবং তিনি হয়তো শীর্ষস্থানে চলে আসতে পারেন।