IPL 2025
IPL Trophy | Image: Getty Images

যশ বাটলার

Jos Buttler

এই তালিকায় সর্ব প্রথম নামটি হলো ইংলিশ তারকা উইকেটকিপার ব্যাটসম্যান যশ বাটলারের (Josh Buttler)। ডানহাতি এই ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিধংসী ব্যাটসম্যানদের অন্যতম একটি নাম কারণ তিনি যেকোনো কোনো মুহূর্তে ঝোড়ো ব্যাটিং করে বিপক্ষ দলকে চাপে ফেলে দিতে পারেন। এছাড়াও আইপিএল এর ময়দানে তার অসাধারণ ব্যাটিং ফুলঝুরি লক্ষ্যাধিক দর্শকের মনে আনন্দ দিয়ে চলেছে। এই বছর যশ বাটলার পুনরায় রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল এর ময়দানে নামতে চলেছেন। গতবছর আইপিএল এ তিনি ৪৫টি ছয় মেরে যা ছিল একজন ব্যাটসম্যানের সর্বাধিক ছয় মারার রেকর্ড। তাই আশা করা যাচ্ছে এই বছরেও তিনি সর্বাধিক ছয় মারার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সারিতে থাকতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *