সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সক্রিয় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ক্রিকেট প্রশাসক হিসেবে বিসিসিআইয়ের (BCCI) মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। তবে বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য তিনি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেন। তাকে জেলার অসংখ্য ক্রীড়া কেন্দ্রিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। আজ কলকাতা হাইকোর্ট ক্লাবে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বদের আমন্ত্রিত জানানো হয়েছে এই অনুষ্ঠানে। তার আগেই এবার ক্লাবের সদস্যদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেল।
Read More: আইপিএল থেকে অবসর নেওয়ার পরেই নিলেন বড়ো সিদ্ধান্ত, দেশ ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন !!
হাতাহাতিতে জড়ালেন সদস্যরা-

আজ কলকাতা হাইকোর্ট ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ফলে বাংলার মহারাজকে সংবর্ধনা দেওয়ার জন্য গতকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাজিয়ে ফেলা হয়েছে কলকাতা হাইকোর্ট ক্লাবের ময়দান টেন্ট। তার মধ্যেই বৃহস্পতিবার তৈরি হয় চরম উত্তেজনা। এই ক্লাবের সদস্যরা মতবিরোধের ফলে দুই ভাগে ভাগ হয়ে যান।
এরপরই তাদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। ক্লাবে নতুন সদস্য নেওয়া হবে কিনা তা নিয়ে শুরু হয়ে ঝামেলা। অভিযোগ ওঠে যে আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) এক ঘনিষ্ঠ আইনজীবী বিশেষ সভা ডেকে বাইরের আইনজীবীদের সদস্য হিসেবে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন। এর বিরোধিতা করেন রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) ঘনিষ্ঠ আইনজীবীরা। প্রতিবাদ করায় আনসার মন্ডল প্রসূন দত্তের মতো অভিজ্ঞ আইনজীবীদের মারধোর করা হয় বলে খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে তৃণমূলের হাইকোর্টের প্রাক্তন লিগাল সেলের কনভেনার তরুণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
প্রধান কোচের ভূমিকায় সৌরভ-

আইপিএলে (IPL 2025) দিল্লি ক্যাপিটালস (DC) দলের কর্মকর্তা হিসেবে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) দীর্ঘদিন যুক্ত আছেন। তাকে এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pritoria Capitals) হয়ে প্রধান কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে। এই দলের পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যেই অফিশিয়ালি জানানো হয়েছে। এর সঙ্গেই মহারাজ ভারতীয় জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ হিসাবে আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
অন্যদিকে সৌরভের (Sourav Ganguly) বায়োপিক নিয়েও ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। আগামী বছরের প্রথম থেকেই শুটিং শুরু হয়ে যাবে বলে খবর সামনে এসেছে। বর্তমানে চলছে তার প্রস্তুতি পর্ব। এই বায়োপিকের পরিচালক বিক্রম আদিত্য কলকাতায় এসে বেহালায় গাঙ্গুলীর বাড়ি রেকি করেছেন। পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহারাজের চরিত্রে অভিনয় করতে যাওয়া রাজকুমার রাও (Rajkumar Rao)। সূত্র অনুযায়ী তিনি কলকাতায় এসে মহারাজের সঙ্গে এক মাস থাকার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন।