ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match) যখনই একে অপরের মুখোমুখি হয় ম্যাচের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পায়। এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ব্লু ব্রিগেডরা সালমান আলী আঘাদের (Salman Ali Agha) হারিয়ে ট্রফি জয় করে। তবে তারা মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল। যে বিতর্ক এখনও অব্যাহত আছে। এর মধ্যেই গতকাল ভারতীয় তরুণরা অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) পাক বাহিনীদের বিরুদ্ধে মুখোমুখি হয়। এই হাইভোল্টেজ ফাইনালে একাধিক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা।
Read More: চোট ছিল শুধু বাহানা, শুভমান গিলকে সরাসরি ছাঁটাই করল বিসিসিআই !!
ভারত-পাক ম্যাচে উত্তেজনা-

গতকাল দুবাইতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে প্রথমে টসে জিতে ভারতীয় তরুণরা বোলিং করা সিদ্ধান্ত নেন। পাক বাহিনী ব্যাটিং করতে নেমে দুরন্ত লড়াই শুরু করে। তারা ৩৪৮ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। পাকিস্তানের তরুণ প্রজন্মের আগ্রাসন উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) আউট হয়ে যাওয়ার পর আলি রাজা (Ali Raza) তার দিকে কটুক্তি ছুঁড়ে দেন।
সঙ্গে সঙ্গে ভারতীয় অধিনায়ক এগিয়ে এসে তার উত্তর দেন। এর ফলে মাঠের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বৈভব সূর্যবংশীকেও (Vaibhav Suryavanshi) আলি রাজা (Ali Raza) আউট করে কিছু অশালীন ভাষায় আক্রমণ করেন। তার জবাবে বৈভব ইশারা করে বোঝানোর চেষ্টা করেন যে ‘তুই আমার নখের যোগ্য নয়।’ এই দুই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তরুণ ক্রিকেটাররাও যোগ্য জবাব দিতে পারেন বলে মন্তব্য করছেন নেটিজেনরা।
দেখুন সেই ভিডিও-
ভারতের লজ্জাজনক হার-

রবিবার ফাইনালে ভারতের বিপক্ষে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সমীর মিনহাস (Sameer Minhas)। তিনি ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ১৭ টি চার এবং ৯ টি ছয়। এর সঙ্গেই আহমেদ হুসেইনের ৫৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে নেয় পাক বাহিনী। এই রান তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে যায়।
টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা বৈভব সূর্যবংশী সম্পূর্ণ ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১০ বলে মাত্র ২৬ রানের ইনিংস খেলেন। অধিনায়ক আয়ুশ মাহাত্রে মাঠ ছাড়েন মাত্র ২ রানে। বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান অভিজ্ঞান অভিষেক কুন্ডুও (Abhigyan Abhishek Kundu) প্রভাব ফেলতে ব্যর্থ হন। তিনি ১৩ রান করে দলকে হতাশ করেন। পাক বাহিনীদের হয়ে আলি রাজা একাই ৬.২ ওভারে মাত্র ৪২ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। এর ফলে ভারতীয় দল ১৫৬ রানে অলআউট হয়ে যায় এবং ১৯১ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়।