World Cup 2023: বাবর আজমের অস্ত্রে ভারতের বিশ্বকাপ স্বপ্ন চুরমার করেছেন ট্র্যাভিস হেড, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে চলছে চর্চা !! 1

World Cup 2023: ২০১৩ সালে শেষবার আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারতীয় দল। তারপর কেটে গিয়েছে দশ বছর। অপেক্ষার আর অবসান ঘটে নি। ক্রিকেটের বিশ্বমঞ্চে সেরার শিরোপা অর্জন করার সৌভাগ্য আর হয় নি টিম ইন্ডিয়ার। ২০১৫, ২০১৯-এর ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) ফিরতে হয়েছিলো সেমিফাইনাল থেকে, ২০২১, ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (WTC) জুটেছে রানার্স-আপের তকমা। দশ বছরের খরা কাটার সম্ভাবনা দেখা গিয়েছিলো ২০২৩-এ এসে। দেশের মাঠে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু স্বপ্নপূরণ আর হলো না। বরং ব্যর্থতার যে ছবিটা গত দশকে দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছে দেশের ক্রিকেটজনতা, পুনরাবৃত্তি হলো তারই। ৬ উইকেটে হেরে বিজিতের দলেই নাম লেখালো ভারত।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো অস্ট্রেলিয়া। রোহিতের ধুমধাড়াক্কা ব্যাটিং আশা জাগিয়েছিলো। কিন্তু খেলা যত গড়ালো ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিলেন অজি’রা। বিরাট কোহলি, কে এল রাহুলদের জোড়া অর্ধশতক সত্ত্বেও ২৪০ রানের বেশী এগোয় নি ভারতীয় ইনিংস। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও দ্রুত তিন উইকেট হারিয়ে বসেছিলো। শামি-বুমরাহ-সিরাজদের আক্রমণের মুখে ঢাল হয়ে দাঁড়ান ট্র্যাভিস হেড (Travis Head)। রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট-এর পর তৃতীয় অস্ট্রেলীয় হিসেবে বিশ্বকাপের ফাইনালে শতরান করেন তিনি। হেড ও লাবুশেনের ১৯২ রানের জুটি ম্যাচ কেড়ে নিয়ে গেলো ভারতের হাতের মুঠো থেকে। ফাইনালের ম্যাচের সেরা ট্র্যাভিস হেডের সাফল্যের পিছনে নাকি রয়েছে পাক তারকা বাবর আজমের (Babar Azam) হাত। অস্ট্রেলিয়া ফাইনাল জিততেই এমন দাবীতে সোচ্চার হলো সোশ্যাল মিডিয়া। এই ভাইরাল ভিডিও ঘিরে চর্চার তুফান উঠলো ট্যুইটারের দুনিয়ায়।

Read More: World Cup 2023: বিশ্বকাপ স্বপ্নের সলিলসমাধি, এই খেলোয়াড়ের অভাবই কাল হয়ে দাঁড়ালো টিম ইন্ডিয়ার জন্য !!

হেডের সাফল্যের নেপথ্যে বাবরের ব্যাট?

Travis Head | ICC World Cup 2023 | Image: Getty Images
Travis Head | ICC World Cup 2023 | Image: Getty Images

অধিনায়ক হিসেবে পাকিস্তান দলকে সঙ্গে নিয়ে ভারতে এসেছিলেন বাবর আজম (Babar Azam)। এশিয়া কাপে ভরাডুবির পর বিশ্বকাপে (ICC World Cup 2023) ভালো পারফর্ম্যান্সের আশায় ছিলেন তিনি। আশাবাদী ছিলো পাকিস্তান দল’ও। কিন্তু সেই আশা আর পূরণ হয় নি। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারালেও পরের টানা চার ম্যাচ হারে পাক শিবির। সেখানেই সেমিফাইনালের দৌড় থেকে একপ্রকার ছিটকে গিয়েছিলো তারা। পরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ফের খানিক আশা দেখা গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে হার পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। ছিটকেই যায় তারা। বিশ্বকাপ জুড়ে অধিনায়কত্ব ও ব্যাটিং ব্যর্থতার জন্য সমালোচিত হতে হয়েছে বাবর আজমকে (Babar Azam)।

এবারের বিশ্বকাপে বাবর (Babar Azam) করেছেন ৩২০ রান। সেরা ২০ জন ব্যাটারের তালিকাতেও তিনি নেই। অথচ অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নেপথ্যে নাকি রয়েছেন পাক তারকাই, বা বলা ভালো তাঁর একটি ব্যাট। এমনই দাবী করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও’তে। সেখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন ট্র্যাভিস হেড’কে (Travis Head) একটি ব্যাট দিচ্ছেন বাবর। সেই ব্যাটেই নাকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনালে শতরান করে ভারতের হৃদয় ভেঙেছেন হেড।  যদিও এই ভিডিওর সত্যতার স্বপক্ষে কোনো পাকাপোক্ত প্রমাণ অবশ্য পাওয়া যায় নি। প্রকৃতপক্ষে বাবর ও হেড, দুজনেই ‘গ্রে নিকোলস’ সংস্থার ব্যাট ব্যবহার করেন, সেই কারণেই হয়ত পাকিস্তানী তারকার অস্ত্রাগারে ঢুঁ মেরেছিলেন অজি তারকা। গোটা বিষয়টি নিয়ে হেড বা বাবর, কেউই কিছু বলেন নি সংবাদমাধ্যমের সামনে।

দেখুন সেই ভাইরাল ভিডিও-

Also Read: World Cup 2023: রোহিত শর্মার এই সিদ্ধান্ত বদলাতে পারতো ম্যাচের ফলাফল, নিজের ভুলেই ঘটলো বিপর্যয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *