BCCI-কে চোখে আঙুল দেখালেন ম্যাথিউ হেইডেন, এই প্লেয়ারকে সুযোগ না দিতেই নিলেন একহাত !! 1

ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS) মরণ বাঁচন টেস্ট সিরিজের মুখোমুখি হয়েছে ব্রিসবেন গাব্বাতে। দুই দল সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে ম্যাচ জিতেছে। গত কয়েক বছর ধরে বর্ডার গাভাস্কার ট্রফি ভারতীয় দল জয়লাভ করেছে। যে কারণে অস্ট্রেলিয়া দল ভারতকে পরাস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তবে ব্রিসবেনে ভারতকে আপাতত দমিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের সামনে ৪৪৫ রান খাড়া করেছে অস্ট্রেলিয়া দল। দলের হয়ে আবার একবার দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন দলের প্রভাবশালী ব্যাটসম্যান স্টিভেন স্মিথ (Steven Smith)। দুজনেই ভারতের বিরুদ্ধে রান করতে বেশ পছন্দ করেন। যদিও স্মিথকে সিরিজের প্রথম দুই ম্যাচে ছন্দহীন দেখিয়েছিল। তবে তৃতীয় টেস্টে তিনি শতরান হাকিয়ে ভারতের আরো ঝামেলা বাড়িয়ে দিলেন।

তৃতীয় টেস্টে ব্যাকফুটে টিম ইন্ডিয়া

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

প্রসঙ্গত চলতি সিরিজে ভারতীয় দলের ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ফেলেছে অস্ট্রেলিয়ার বোলাররা। মিচেল স্টার্ক (Mitchell Starc) প্যাট কামিন্স (Pat Cummins) এবং যশ হ্যাজেলউড (Josh Hazlewood) ভারতীয় ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন। পুরো টেস্ট সিরিজ জুড়েই ভারতীয় ব্যাটসম্যানরা দুই ইনিংসে চরমভাবে ব্যর্থ হয়েছিল। এমনকি তৃতীয় টেস্টেও ভারতীয় দলের ব্যাটিং খুবই খারাপ ছিল। আপাতত চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫১ রান। ভারতীয় দলের এই করুণ দশা দেখে মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেন (Matthew Hayden)। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম বড় খেলোয়াড় হলেন হেইডেন। একসময় ভারতের বিরুদ্ধে তাকে আউট করা দুষ্কর হয়ে পড়তো।

Read More: IND vs AUS 3rd Test: “কোহলিকে প্রশ্ন করা হচ্ছে না কেন?” ব্রিসবেনের ব্যর্থতায় রুষ্ট কুম্বলে, বিঁধলেন বিরাটকে !!

বড় বয়ান দিলেন হেইডেন

BCCI-কে চোখে আঙুল দেখালেন ম্যাথিউ হেইডেন, এই প্লেয়ারকে সুযোগ না দিতেই নিলেন একহাত !! 2
Matthew Hayden | Image: Getty Images

তবে বর্তমান সময়ে তিনি ক্রিকেটের ধারাভাষ্যর সঙ্গে যুক্ত। যে কারণে উভয় দলের ভালোমন্দ বিচার তিনি করে থাকেন। তারকা খেলোয়াড় হেইডেন বিসিসিআইয়ার উদ্দেশ্যে নতুন একটি বয়ান দিয়েছেন। আসলে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতীয় ধারাভাষ্যকার যতীন সাপরু ম্যাথিউ হেইডেনকে বলেন ভারতীয় দল বিরাট কোহলিকে ক্যাপ্টেন হিসেবে মিস করছে, তখন হেইডেন সেটি শুনে পাল্টা আক্রমণ করে বলেন, ‘শুধু বিরাট কোহলি নন, ভারতীয় দল অজিঙ্কা রাহানেকেও মিস করছে।’ আসলে গতবার ভারত যখন অস্ট্রেলিয়াতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলেন তখন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) তাছাড়া চলতি সময়ে বেশ দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। সদ্য সমাপ্ত হওয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেরা হয়েছেন তিনি এই পরিস্থিতিতে দলে তাকে সুযোগ না দেওয়াটা বিসিসিআইয়ের একটি খারাপ নিদর্শন বলেই মনে করছেন হেইডেন। ভারতীয় দলকে এখনও দুটি টেস্ট খেলতে হবে। বিসিসিআই চাইলে রাহানের মতন খেলোয়ারকে আগামী দুই টেস্টে (IND vs AUS) ভারতীয় দলে সামিল করতে পারে।

Read Also: IND vs AUS 3rd Test: “ওর সমস্যাটা আসলে…” বিরাট ব্যর্থতার ময়নাতদন্ত করলেন ম্যাথু হেডেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *