hasin-slams-shami-over-instagram-post

ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামি’র (Mohammed Shami) সাথে তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) দ্বন্দ্বের খবর প্রায়শই জায়গা করে নেয় ক্রিকেটমহলের আলোচনায়। পেশায় মডেল ও অভিনেত্রী হাসিন। তিনি তারকা পেসার শামির বিরুদ্ধে প্রতারণা, পরকীয়া এবং শারীরিক অত্যাচারের মত গুরুতর অভিযোগ করেছিলেন। গিয়েছিলেন আদালতে। পালটা দিয়েছিলেন শামি’ও। চরিত্রহননের অভিযোগ এনে আদালতে গিয়েছিলেন তিনি। দুই পক্ষের দ্বৈরথ চলে বেশ কিছু দিন। এর মধ্যে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারের দিকে ইঙ্গিত করে নানাবিধ কটাক্ষ করতে ছাড়েন নি হাসিন। তার জন্য মাঝেমধ্যে শামির অনুরাগীদের তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। শালীনতার মাত্রাও কখনসখনও অতিক্রম করেছে সেই কটাক্ষ। আদালতের আদেশে বেশ কিছু পোস্ট মুছতে বাধ্য হয় ইউটিউব, মেটার মত প্ল্যাটফর্ম।

Read More: শাকিব আদৌ অপমান করেন নি শেহবাগ’কে, ভিডিও প্রকাশ্যে আসতেই মিললো প্রমাণ !!

শামি’কে কটাক্ষ করলেন হাসিন জাহান-

Hasin Jahan | Mohammed Shami | Image: Twitter
Hasin Jahan | Image: Twitter

আইনি লড়াই শেষে বিচ্ছেদের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে আদালত। তবুও শামি’কে (Mohammed Shami) আক্রমণের পথ থেকে সরে আসেন নি হাসিন জাহান (Hasin Jahan)। সুযোগ পেলেই সমাজমাধ্যমের পোস্টের মাধ্যমে তিনি নিশানা করেন ভারতীয় দলের ক্রিকেটারকে। সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর একটি পোস্টেও তিনি বিঁধেছেন প্রাক্তন স্বামীকেই। গতকাল ছিলো ফাদার্স ডে। প্রয়াত বাবা তৌসিফ আলি’র সাথে একটি ছবি পোস্ট করেছিলেন শামি (Mohammed Shami)। ক্যাপশনে লিখেছিলেন, “আমার কাছে তুমি সবসময়ই হিরো বাবা, তোমায় ‘মিস’ করছি। হ্যাপি ফাদার্স ডে।” ক্রিকেট তারকার পোস্টে গত একদিনে পছন্দ চিহ্ন এঁকে দিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ অনুরাগী। অনেকেই জানিয়েছেন সহমর্মিতা। কমেন্ট করেছেন শামি’র (Mohammed Shami) ভাই,ক্রিকেটার মহম্মদ কাইফ’ও।

কিন্তু এই পোস্ট মোটেই মেনে নিতে পারেন নি ক্রিকেট তারকার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। শামির নাম উল্লেখ না করলেও একটি পালটা পোস্ট দেন তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে রীতিমত কড়া শব্দে আক্রমণ শানিয়েছেন তিনি। হাসিন লিখেছেন, “কিছু মানুষ এতটাই নির্লজ্জ হন যে তাঁরা মানবিকতা ভুলে যান। এঁরা ঈশ্বরের থেকে ভয় পাওয়ার কথাও কেন ভুলে যান তা ‘আল্লাহ’ই জানেন। নারীসঙ্গের চক্করে বাবা’কে বাবা বলে মানে না। তারপর যখন বাবা মারা যান, তখন তাঁর সাথে ছবি পোস্ট করে নিজেকে জাহির করার চেষ্টা করেন। এমন লোকজনকে ‘আল্লাহ’ এই দুনিয়াতেই তাঁদের অন্তিম পরিণতি দেখান। যাঁরা নিজেরা বাবা হয়ে উঠতে পারেন নি, তাঁরা বাবার যন্ত্রণা কি বুঝবেন?” একের পর এক অভিযোগ তুললেও তার সত্যতা সম্পর্কে কোনো তথ্য অবশ্য হাসিন দেন নি।

দেখে নিন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট-

পায়ের চোটে মাঠের বাইরে শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

গত বছরের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। মাত্র ৭ ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ২৪ উইকেট। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ঝুলিতে জমা পড়েছিলো ৭ উইকেট। এছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লীগের ম্যাচেও ৫ উইকেট পান তিনি। সাফল্য পেয়েছিলেন ইংল্যান্ড, শ্রীলঙ্কার মত দলের বিপক্ষেও। বিশ্বকাপ (ICC World Cup) ইতিহাসে সফলতম ভারতীয় বোলারের তকমাও পেয়েছিলেন তিনি। তবে চোট নিয়ে নেমেছিলেন মাঠে। ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপ খেললেও তার পর ক্রিকেট থেকে ছিটকেই গিয়েছেন তিনি। দীর্ঘ সময় রয়েছেন মাঠের বাইরে।

ইংল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে শামি’র (Mohammed Shami)। গোড়ালির চোট ও রিহ্যাবের কারণে আপাতত মাঠের বাইরে তিনি। খেলতে পারেন নি গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ। এমনকি আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ বা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও দেখা যায় নি তাঁকে। গুজরাত টাইটান্স জার্সিতে আইপিএলেও অংশগ্রহণ করা হয় নি শামি’র (Mohammed Shami)। চিকিৎসকেরা জানিয়েছেন যে সবকিছু যদি ঠিক থাকে তাহলে অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে মাঠে ফিরতে পারেন তিনি। নভেম্বরের শেষে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে দলের অন্যতম অস্ত্র হতে পারেন শামি।

Also Read: “কে তুমি…” রোহিতের সঙ্গে দুর্ব্যবহার করলেন শাকিব, নিমেষেই ভাইরাল হলো ভিডিও !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *