হাসিন জাহান (Hasin Jahan)-গত কয়েক বছরে ক্রিকেটদুনিয়ার প্রত্যেকেই পরিচিত হয়ে গিয়েছেন নামটির সাথে। ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি’র (Mohammed Shami) সাথে বিয়ে হয়েছিলো হাসিনের। পেশায় মডেল ও অভিনেত্রী তিনি। বছরখানেক আগে শামি’র বিরুদ্ধে পরকীয়া ও প্রতারণার অভিযোগ এনেছিলেন তিনি। বিষয়টি গড়িয়েছিলো আদালতেও।
এরপর থেকেই নিয়মিত শামি বনাম হাসিন (Hasin Jahan) অধ্যায় দেখা গিয়েছে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন তাঁরা। শামির বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রায়শই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন হাসিন (Hasin Jahan)। নানা সময় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট, রিল বা ভিডিও শেয়ার করেছেন তিনি।
Read More: CSK’র জন্যই টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাবে না শিবম দুবে, প্রাক্তন খেলোয়াড় করলেন খোলাশা !!
সোশ্যাল মিডিয়ার কারণে মাঝেমধ্যেই বিতর্কেও জড়িয়েছেন হাসিন। তাঁকে পড়তে হয়েছে শামি’র (Mohammed Shami) ভক্তদের রোষানলে। বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হওয়ায় আদালতেও গিয়েছিলেন তিনি। মহামান্য বিচারপতি কলকাতা পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাসিনের চরিত্রহননকারী একাধিক পোস্ট ও ভিডিও ফেসবুক, ট্যুইটার, ইউটিউবের মত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হলেও সম্পূর্ণ ভাবে নিরস্ত করা যায়নি ট্রলার্সদের। এখনও ইনস্টাগ্রামের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাসিন (Hasin Jahan) কোনো পোস্ট করলেই ধেয়ে আসে কটাক্ষের তীর। সম্প্রতি তাঁর ঈদের শুভেচ্ছা জানানো পোস্ট’ও এর ব্যতিক্রম হয় নি।
গত ১১ তারিখ ছিলো খুশির ঈদ। নিজের ২ লক্ষ ৯১ হাজার ফলোয়ারকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন হাসিন জাহান (Hasin Jahan)। সেখানে তাঁকে গোলাপি পোশাক পরে নাচতে দেখা গিয়েছে। কয়েক সেকেন্ডের রিল ভিডিও’টি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। গত দুই-তিন দিনের মধ্যে তাতে লাইকের সংখ্যা ৯ হাজার ছুঁইছুঁই। কমেন্টবক্সেও মন্তব্য জানিয়েছেন নেটিজেনরা।
গুটিকয়েক ফলোয়ার হাসিনকে ‘ঈদ মুবারক’ জানালেও অধিকাংস নেটনাগরিকের থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ভিডিওটি। একজন লিখেছেন, ‘খুব বিশ্রী লাগছে। এগুলো করবেন না।’ আরেক জন লিখেছেন, ‘নাচার থেকে লাফাচ্ছেন বেশী।’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সহানুভূতি যে শামির সঙ্গে তাও স্পষ্ট হয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘শামি রক্ষা পেয়েছে আপনার হাত থেকে মুক্তি পেয়ে।’