"১ নম্বরের চরিত্রহীন..", সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করে শামিকে নিশানা করলেন হাসিন জাহান !! 1

বিশ্বের তারকা ক্রিকেটাররা জীবনে উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়ে যান এবং দুরন্ত পারফর্মেন্সের মাধ্যমে নিজেদের প্রমাণ করার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে একাধিক ভারতীয় ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের ঘটনা আলোচনায় উঠে এসেছিল। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থেকে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) পুরোনো সম্পর্ক ছিন্ন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। মহম্মদ শামির‌‌ও (Mohammed Shami) বৈবাহিক জীবন অন্তিম পর্বের দিকে মোড় নেয়। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) এই তারকা পেসারের বিরুদ্ধে নির্যাতনের মামলা পর্যন্ত করেছিলেন। এবার হাসিন জাহান আবারও সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক হয়ে উঠলেন।

Read More: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!

শামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য-

"১ নম্বরের চরিত্রহীন..", সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করে শামিকে নিশানা করলেন হাসিন জাহান !! 2
Mohammed Shami and Hasin Jahan | Images: Instagram

মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে হাসিন জাহান (Hasin Jahan) বারবার অভিযোগ করেছেন যে এই ক্রিকেটার নিজের মেয়েকে বঞ্চিত করে কোনো এক অজ্ঞাত পরিচয়ের প্রেমিকার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন। এই বিষয়ে এবার পোস্ট করে তিনি ভারতীয় এই অভিজ্ঞ তারকাকে চরিত্রহীন বলে অপমান করলেন। হাসিন‌ জাহান রহস্যময় অজ্ঞাত মহিলাকে উদ্দেশ্য করে লেখেন, “এতো বছর ধরে চরিত্রহীন ব্যক্তিটির সঙ্গে কেন অবৈধ সম্পর্কে আছো?

তোমার মধ্যে কি কোনো আত্মসম্মান নেই? বিয়ে করে সম্মানের সঙ্গে বাঁচো।‌ যেখানে আমি আমার স্বামীর উপার্জনের মাধ্যম গোটা বিশ্বের সামনে খোলাখুলি জীবনযাপন করছি। তোমার‌ও নিজের স্বামীর উপার্জনে জীবন যাপন করা উচিত। কেন তুমি অন্য‌ লোকের ভোগ্য পণ্য হচ্ছো। কিছুতো লজ্জা করো। তোমাদের জন্যেই মহিলাদের বদনাম হয়।” উল্লেখ্য সাম্প্রতিক সময় মহম্মদ শামিকে (Mohammed Shami) তার কন্যা এবং প্রাক্তন স্ত্রীর খোরপোশের জন্য মোট ৪ লক্ষ টাকা দিতে হবে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

চোট সারিয়ে ফিরেছেন শামি-

"১ নম্বরের চরিত্রহীন..", সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করে শামিকে নিশানা করলেন হাসিন জাহান !! 3
Mohammed Shami and Hasin Jahan | Images: Instagram

আইপিএলের (IPL 2025) পর চোট সমস্যা থাকার কারণে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি মহম্মদ শামি (Mohammed Shami)। সম্প্রতি তিনি নিজের ফিটনেস এর বিষয়ে মনোযোগ দেন। তারপর আবারও দলীপ ট্রফির (Duleep Trophy) মাধ্যমে আর‌ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করেছেন তিনি। তবে ইস্ট জোনের হয়ে এই তারকা পেসার সেইভাবে পারফর্মেন্স করতে পারেননি।

অন্যদিকে সম্প্রতিক সময়ে এশিয়া কাপে‌ও (Asia Cup 2025) জায়গা না পাওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি বলেন, “আমার স্বপ্ন হলো দেশের হয়ে বিশ্বকাপ জয় করা‌। ২০২৩ বিশ্বকাপে (ODI WC 2023) আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমাকে নিয়ে যদি সমস্যা থাকে বলে দেওয়া হোক। মাঝে মাঝে মনে হয় আমি অবসর নিলেই তারা শান্তি পাবে। আমি কি কারোর জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছি যে তারা আমার অবসরের কামনা করেন?”

Read Also: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *