মাসে ৪ লাখ খোরপোশেও খুশি নন হাসিন জাহান, শামিকে নিয়ে কটাক্ষ — ‘এই টাকাতে কিচ্ছু হয়না!’ 1

ভারতীয় দলের তারকা পেসার মোহম্মদ শামি (Mohammed Shami) আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন। ভারতীয় ক্রিকেটে একসময়ে দাপটের সাথে একাধিক ম্যাচ খেলে এসেছেন তারকা এই পেসার। তবে, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর মোহম্মদ শামি (Mohammed Shami) যেন তাঁর ধার হারিয়ে ফেলেছেন। আইপিএলে চোটের কারণে শেষের দিকে কয়েকটি ম্যাচে বাদ পড়েছিলেন তিনি এবং বল হাতেক তাকে বেশ রান খরচ করতে দেখা গিয়েছিল। তারকা পেসার এবারের আইপিএলে সেভাবে সফল হননি, তাছাড়া ফিটনেসের ব্যর্থতা থাকার কারণে তিনি ভারতীয় টেস্ট দলেও জায়গা বানাতে পারেননি। এর আগে অস্ট্রেলিয়া সফরেও যেখানে তাঁর বেশ প্রয়োজন ছিল, সেই সময়েও বিসিসিআই তাঁর ফিটনেসের উপর নজর রেখে তাকে টেস্ট দলে দলে শামিল করতে রাজি হয়নি।

শামির থেকে খোরপোশ পাবেন হাসিন

Mohammed Shami and Hasin Jahan
Mohammed Shami and Hasin Jahan | Image: Twitter

তবে এবার মহম্মদ শামিকে নিয়ে কলকাতা উচ্চ আদালত থেকে বড় নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের সম্পর্কের টানাপোড়েন চলছে। হাসিন শামির বিরুদ্ধে নানান অভিযোগ এনেছিলেন এবং তাকে বিপাকে ফেলার বারবার চেষ্টা করেছে। শীর্ষ আদালতের কাছে আপিল করে হাসিন জাহান। আদালতে জয় পেয়েছেন হাসিন। তারপরেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হাসিন জাহান। স্পষ্ট জানিয়েছেন, মহম্মদ শামির জন্যই ক্যারিয়ার ধ্বংস হয়েছে হাসিনের। শামির সাথে বিয়ের আগে মডেলিং দুনিয়ায় কাজ করতেন হাসিন। আর শামির জন্যই মডেলিং ক্যারিয়ার সমাপ্ত করেছিলেন তিনি। আপাতত তিনি কোনো রোজগার করেননা বলেই জানিয়েছেন। শেষমেষ আদালতের নির্দেশে খোরপোশ পেয়ে খুশি হাসিন।

Read More: “ওর সাথে অন্যায় হয়ে আসছে”, কুলদীপকে নিয়ে মন্তব্য মহম্মদ কাইফের, গৌতম গম্ভীরকে নিশানা !!

সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মহম্মদ শামিকে (Mohammed Shami) মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দিতে হবে। স্ত্রী হাসিনের মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে শামিকে। এর আগে ২০১৮ সালে সামকর থেকে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। পাশাপশি মেয়ের জন্য ৩ লক্ষ মোট ১০ লক্ষ টাকার দাবি করেছিলেন তিনি। তবে, হাসিনের করা মামলার প্রেক্ষিতে তাঁকে মাসে ৫০ হাজার টাকা ও কন্যাকে ৮০ হাজার টাকা দিতে হবে এই নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু সেই নির্দেশ খারিজ করে দেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।

খোরপোশ পেয়েও খুশি নন হাসিন

Hasin Jahan
Hasin Jahan | Image: Twitter

আদালতে জয়ের পর মুখ খুললেন হাসিন। মন্তব্য করে তিনি বলেছেন, “আল্লাহকে ধন্যবাদ। এই জয়ের পর বেশ খুশি। কারও সাথে সম্পর্কে জড়ানোর সময় ভবিষ্যৎটা কেমন হতে চলেছে তা বোঝা যায়না। শামি কোনোদিন আমার ও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। ও আমাকে ধ্বংস করতে চেয়েছে, তবে উপরওয়ালা আমার সঙ্গে আছেন। শামি সবসময় নিজের স্ট্যাটাস বজায় রাখতে চেয়েছেন। দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা জয়ী। মাসে ৪ লাখ টাকা তাঁর পক্ষে দেওয়া কোনো বড় ব্যাপার নয়। প্রায় ১০ বছর আগে ১০ লক্ষ টাকা দাবি করেছিলাম। সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়েছে। শামির কাছে এই টাকাটা দেওয়া কোনো বিষয় নয়।

Read Also : Mohammed Shami: হাইকোর্টে বড়ো ধাক্কা মহম্মদ শামির, প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে দিতে হবে লক্ষ-লক্ষ টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *