hasin-jahan-stands-with-dhanashree

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী বর্মা’র (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদ ঘিরে এই মুহূর্তে হইচই ক্রিকেটমহলে। ২০২০ সালে নৃত্য শিক্ষিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রীর সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারকা লেগস্পিনার চাহাল। নেটদুনিয়ায় দ্রুত জনপ্রিয়তাও অর্জন করেছিলেন তাঁরা। দাম্পত্য জীবনের নানা মুহূর্ত ইন্সটাগ্রাম বা ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুরাগীদের সাথে ভাগ করে নিতেন তাঁরা। কিন্তু সম্পর্কে ভাঙনে খবর মেলে ২০২৪-এর শেষের দিকেই। সমাজমাধ্যম থেকে একে অপরের সব ছবি সরিয়ে নিয়েছিলেন চাহাল ও ধনশ্রী (Dhanashree Verma)। শেষমেশ ২০২৫-এর ফেব্রুয়ারি মাসে বান্দ্রার ফ্যামিলি কোর্টে ডিভর্সের আর্জি দাখিল করেন তাঁরা। নিয়ম মেনে ছয় মাস কুলিং পিরিয়ডের ঘোষণা করেছিলো আদালত। কিন্তু বোম্বে হাইকোর্টের হস্তক্ষেপে কুলিং অফ পিরিয়ড বাতিল করে তড়িঘড়ি সম্পন্ন হয় বিচ্ছেদ। জানা যায় যে ২০২৩ থেকেই আলাদা থাকছিলেন চাহাল ও ধনশ্রী।

Read More: IPL 2025 CSK vs RCB: বেঙ্গালুরুর বিপক্ষেও স্পিনেই আস্থা চেন্নাইয়ের, দাক্ষিণাত্য ডার্বিতে তারকা বোলারকে পাচ্ছেন না ঋতুরাজরা !!

ধনশ্রীর পাশে থাকার বার্তা হাসিনের-

Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Instagram
Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Instagram

বিচ্ছেদের গুঞ্জন যবে থেকে ছড়িয়েছিলো, তখন থেকেই সমাজমাধ্যমে নানান সময় চাহাল (Yuzvendra Chahal) ভক্তদের আক্রমণের শিকার হতে হয়েছে ধনশ্রীকে (Dhanashree Verma)। ক্রিকেট তারকাকে ভাঙিয়ে নিজের খ্যাতি বাড়াতেই নাকি বিয়ে করেছিলেন তিনি, উঠেছে অভিযোগ। ডিভোর্সে সিলমোহর পড়ার পর থেকে বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে আক্রমণের মাত্রা। অশালীন কটাক্ষ, কটূক্তিতে ভরে গিয়েছে তাঁর ইন্সটাগ্রাম পোস্টগুলির কমেন্টবক্স। দেখা গিয়েছে ট্রল, মিম-এর বন্যা। এই পরিস্থিতিতে আরেক ক্রিকেটার মহম্মদ শামি’র প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) পাশে দাঁড়ালেন ধনশ্রীর। বছরখানেক আগে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন হাসিন স্বয়ং। এখনও প্রায়শই শামি’র অনুরাগীদের  রোষানলে পড়তে হয় তাঁকে। বিষয়টি যে একেবারের আদর্শ নয় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে দুষেছেন সামাজিক দৃষ্টিভঙ্গিকে।

“ধনশ্রী এই নোংরা সমাজকে তুমি যতই প্রমাণ দাও, তাও তোমাকেই ‘দোষী’ চিহ্নিত করা হবে,” ইন্সটাগ্রামে লিখেছেন হাসিন। ক্রিকেটের তুমুল জনপ্রিয়তার কারণেই বিচ্ছেদের পর ক্রিকেটারদের প্রাক্তন স্ত্রীদেরই রোষের মুখে পড়তে হয়, মনে করেন হাসিন (Hasin Jahan)। যাঁরা আক্রমণ শানান তাঁদেরকে ‘সুবিধাবাদী,’ ‘ঈর্ষান্বিত’ তকমা দিয়েছেন তিনি। “ক্রিকেটার স্বামী না জোটায় কিছু মহিলারা নিজেদের ভাগ্যকে দোষ দেন সেই আফসোস আর ঈর্ষা থেকেই আমাদের ট্রল করেন সুযোগ পেলেই।” আক্রমণকারীদের ‘পাগল কুকুর’ বলেও তোপ দেগেছেন তিনি। দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টের শেষ অনুচ্ছেদে ধনশ্রীকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন হাসিন (Hasin Jahan)। শামির প্রাক্তন স্ত্রী লিখেছেন, “খারাপ মানুষজনকে নিয়ে চিন্তা কোরো না। নিজের জীবনে সুখী থাকো, তা উপভোগ কুরো। দুনিয়া চুলোয় যাক, তোমার কি? নিজের জীবনকে উপভোগ করো।”

দেখে নিন হাসিনের পোস্ট’টি-

৪.৭৫ কোটি খোরপোশ দিচ্ছেন চাহাল-

Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter
Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter

৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন ধনশ্রী (Dhanashree Verma), চাউড় হয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পরে জানা যায় যে আদালতের নির্দেশে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা তাঁকে দিতে হবে যুজবেন্দ্র চাহালকে। এর মধ্যে মধ্যে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন তিনি। বিয়ের চার বছরের মধ্যে কেন বিচ্ছেদের পথে হাঁটতে হলো তাঁদের? এই বিষয়ে এখনও মুখ খোলেন নি ধনশ্রী বা চাহাল কেউই। তবে তাঁদের ঘনিষ্টমহল সূত্রে খবর যে ক্রিকেট তারকার পরিবারের সাথে ধনশ্রীর (Dhanashree Verma) মানিয়ে না নিতে পারাই সম্পর্কে দাঁড়ি টানার অন্যতম কারণ। লকডাউনের সময় বিয়ে করেছিলেন তাঁরা। চাহালের পরিবারের সদস্যদের সাথে হরিয়ানাতেই সেই সময় থাকতে শুরু করেছিলেন ধনশ্রী। কিন্তু পরে মুম্বইতে আলাদা সংসার পাতার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। সেই থেকেই শুরু মতানৈক্য। শেষমেশ যা গড়িয়েছে ডিভোর্সে।

Also Read: IPL 2025: ‘নিজেদের জালেই ধরা পড়েছে…” হায়দ্রাবাদকে হারিয়ে দিলো লক্ষ্ণৌ, জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *