"১০ লাখেও হবে না আমার..." শামির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হাসিন জাহানের !! 1

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি (Mohammed Shami) ও তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে আইনি টানাপোড়েন। সম্প্রতি আবারও নতুন করে শিরোনামে এসেছেন এই দম্পতি। বর্তমানে মোহম্মদ শামির থেকে হাসিন জাহান মাসে চার লাখ টাকা ভরণপোষণের জন্য পাচ্ছেন শামির থেকে। এর মধ্যে আড়াই লক্ষ টাকা যাচ্ছে তাঁর মেয়ের জন্য এবং বাঁকি দেড় লক্ষ তাঁর নিজের খরচের জন্য। উচ্চ আদালতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শামি পত্নী যে কারণে এবার সুপ্রিম কোর্টের কাছে এবার আর্জি জানিয়েছেন। হাসিনের দাবি, শামির প্রদান করা ৪ লক্ষ টাকাও কম পরে যাচ্ছে তাঁর ভরণপোষণের জন্য।

শামির থেকে চার লাখের ভরণপোষণ পেয়ে থাকেন হাসিন

শামি
Mohammed Shami and Hasin Jahan | Image: Twitter

হাসিনের দাবি, এই অর্থে এখনকার দিনে মেয়ের শিক্ষা ও নিজের প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব নয়। তাই তিনি ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মাসে ১০ লক্ষ টাকার ভরণপোষণের দাবি জানিয়েছেন। হাসিনের দাবি মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই শামি ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে। প্রসঙ্গত, বিচারপতি মনোজ মিশ্র ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে উভয় পক্ষের থেকে। আদালতে শুনানিতে বিচারপতিরা দাবি জানিয়েছেন, মাসে চার লক্ষ টাকা যথেষ্ট নয় কিনা। তবে, হাসিন তাঁর যুক্তিতে বুঝিয়েছেন বর্তমান সময়ের মূল্যবৃদ্ধি ও মেয়ের শিক্ষা ব্যয়ের কথা বিবেচনা করলে এই অঙ্কে সংসার চালানো সম্ভব হচ্ছে না। শামি ও হাসিনের সম্পর্কের কথা বলতে গেলে, হাসিন আগেই ছিলেন বিবাহিত। ২০১৪ সালে মোহম্মদ শামি (Mohammed Shami) ও হাসিন জাহান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক কন্যা সন্তান ও রয়েছে।

Read More; “পিরিয়ড শেষ হলে চলে আসিস…” বিশ্বকাপ শেষেই বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তারকা খেলোয়াড়ের !!

১০ লাখের আবেদন করলেন শামি পত্নী

শামি
Hasin Jahan | Image: Twitter

এরপর, ২০১৮ সালে হাসিন জাহান শামির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। যার পর থেকেই তাদের আইনি লড়াই শুরু হয়েছিল। শুরুতে আলিপুর আদালত মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকার ভরণপোষণের নীতি নির্ধারণ করেছিল, যা পরবর্তীতে হাই কোর্টের রায়ে বেড়ে দাঁড়িয়েছিল চার লাখে। নতুন আবেদনপত্রে, সুপ্রিম কোর্টের কাছে হাসিন জাহান দাবি জানিয়েছেন, শামির বার্ষিক আয় প্রায় ৪৮ কোটি টাকা। তাঁর নামে বিলাসবহুল গাড়ি –  রেঞ্জ রোভার, মার্সিডিজ, জাগুয়ার ও টয়োটা ফরচুনারের মতো সম্পদ রয়েছে। তাই তাঁর আয় ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ভরণপোষণের পরিমাণ বৃদ্ধি করা উচিত। ১০ লক্ষের মধ্যে হাসিন নিজের জন্য ৭ লক্ষ এবং মেয়ের জন্য ৩ লক্ষ টাকার দাবি জানিয়েছেন। অন্যদিকে, মোহম্মদ শামির কথা বলতে গেলে, গত মার্চের পর থেকে ভারতীয় জাতীয় দলে সুযোগ পাননি। চোটের কারণে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শামি। ভারতের জার্সি গায়ে শামি ৬৪টি টেস্ট, ১০৮টি ওডিআই এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Read Also: বিশ্বকাপ জয়ের পর নিজের শহরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে বাঁধ-ভাঙা উচ্ছ্বাসে মাতলেন ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *