ক্রিকেটাররা মাঠে লড়াই করে ভক্তদের মুখে হাসি ফুটালেও অনেক সময় তাদের ব্যক্তিগত জীবন অন্ধকারে ঢাকা থাকে। সাম্প্রতিক সময় একাধিক তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদের ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ক্রিকেটের বাইরে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই কারণে রীতিমতো চর্চায় উঠে এসেছিলেন। অন্যদিকে মহম্মদ শামির (Mohammed Shami) মতো জনপ্রিয় ক্রিকেটারের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) একাধিক গুরুতর অভিযোগ সামনে এনেছিলেন। তারপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি হাইকোর্ট মহম্মদ শামিকে (Mohammed Shami) তার প্রাক্তন স্ত্রী এবং মেয়ের দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে মোট ৪ লক্ষ টাকা দেওয়ার কথা নির্দেশ দিয়েছে। এর পরই সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন হাসিন জাহান (Hasin Jahan)।
Read More: আইপিএলের আগেই দল বদলালেন বিরাট কোহলি, দিল্লির হয়ে মাঠে তুলবেন ঝড় !!
হাইকোর্টে ধাক্কা শামির-

বিশ্বের অন্যতম সফল তারকা পেসার হলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি ২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) বিয়ে করেছিলেন। এরপর তাদের একটি কন্যা সন্তান হলেও দাম্পত্য জীবনে একাধিক সমস্যা তৈরি হয়। ২০১৮ সালে হাসিন জাহান (Hasin Jahan) মহম্মদ শামি (Mohammed Shami) এবং এই ক্রিকেটারের পরিবারের বিরুদ্ধে যাদবপুর থানায় পারিবারিক অত্যাচারের জন্য এফআইআর দায়ের করেন। এই অভিযোগ পত্রে খুনের চেষ্টায় এবং ধর্ষণের মতো গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছিল।
এই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট মহম্মদ শামিকে (Mohammed Shami) নির্দেশ দিয়েছে যে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) ভরণপোষণ বাবদ দেড় লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়া ওই ভারতীয় ক্রিকেটারকে মেয়ের পড়াশোনার খরচ হিসাবে আরও অতিরিক্ত আড়াই লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পারিবারিক হিংসার মামলা যতদিন না শেষ হচ্ছে এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। এরপরেই হাসিন জাহানের বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে।
হাসিন জাহানের বিস্ফোরক অভিযোগ-

কোর্টের নির্দেশ আসার পর মহম্মদ শামির (Mohammed Shami) প্রাক্তন স্ত্রী জানান যে তিনি ভরণপোষণ বাবদ প্রতি মাসে ১০ লক্ষ টাকার জন্য আবেদন করেছিলেন। এছাড়াও তিনি একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। হাসিন জাহান (Hasin Jahan) বলেন, “বিয়ের আগে আমি মডেলিং এবং অভিনয় করতাম। শামি বিয়ের পর আমায় এইসব ছেড়ে দিতে বাধ্য করেছিল। চেয়েছিল আমি যেন শুধুমাত্র গৃহবধূ হিসেবে জীবনযাপন করি। শামিকে ভালোবেসে আমি আনন্দের সঙ্গে সব মেনে নিয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার নিজস্ব কোনো উপার্জন নেই। ফলে ভরণপোষণের সমস্ত দায়িত্ব শামিকেই (Mohammed Shami) নিতে হবে।”
তিনি আরও বলেন, “যখন শামি (Mohammed Shami) এই দায়িত্ব নিতে অস্বীকার করে তখন আমি কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হই। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এমন আইন আছে যা মানুষকে তার দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়। আপনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার সময় বুঝতে পারেন না তিনি চরিত্রহীন কিনা, অপরাধী কিনা বা ভবিষ্যতে আপনার মেয়ের জীবন নিয়ে খেলবে কিনা। আমিও এইভাবে ফাঁদে পড়ে গেছি। উনি দেখতে চান না যে মেয়ে হাসিখুশি থাকুক, সুরক্ষিত থাকুক। শামি (Mohammed Shami) আমায় শেষ করে দিতে পারবে না কারণ আমি ন্যায়ের পথে রয়ছি আর উনি অন্যায়ের পথে রয়েছেন।”