টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) খুব শীঘ্রই জাতীয় দলে এন্ট্রি নেবেন। ভারতীয় দলের এই দুরন্ত পেসার চোটের কারণে আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহাব করছেন তিনি। অন্নদিকে দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে দেখা করলেন শামি এবং সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করলেন। শামির প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে শপিং মলে কেনাকাটা করতে। প্রথমে পোশাকের দোকানে দেখা যায় দু’জনকে। এরপর শামি তার কন্যা আইরাকে একটি জুতো পরিয়ে দিয়েছিলেন এবং একটি দোকানে কন্যাকে জড়িয়ে ধরতে দেখা যায়।
কন্যা আইরার সাথে ভিডিও শেয়ার করলেন শামি
বহুদিন বাদে কন্যাকে দেখে নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি ভারতীয় দলের কিংবদন্তি পেসার মোহাম্মদ শামি (Mohammed Shami)। সমাজমাধ্যমে তিনি লেখেন, “বহু দিন পরে তোকে আবার দেখে সময় থমকে গিয়েছিল, তোকে যে কতটা ভালবাসি তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।” শামির সাথে বেশ খোশমেজাজে ঘুরতে দেখা যাচ্ছিল কন্যা আইরাকে।
Read More: IND vs BAN: বাংলাদেশ সিরিজের জন্য টি-২০ স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ পড়লেন খোদ অধিনায়ক !!
তবে শামির স্ত্রী হাসিন জাহান আবার একবার শামির উপর চড়াও হয় উঠলেন। হাসিন মন্তব্য করে বললেন, “মেয়ের কোনও খোঁজ নেয় না শামি। ও কোন স্কুলে পড়ছে সেটাই জানে না শামি। ও (শামি) নিজেকে নিয়েই ব্যাস্ত থাকে। ও যে ভিডিওটা পোস্ট করেছে ওটা পুরানো, একমাস আগে মেয়ের সাথে ওর দেখা হয়েছিল। তখন ওর ভিডিও পোস্ট করার কথা মনে পড়েনি, এখন হয়তো পোস্ট করার মতন কিছুই যেই, তাই মেয়ের ভিডিও দিলো।”
শামিকে নিয়ে বড় অভিযোগ আনলেন হাসিন
হাসিন মন্তব্য করে আরও বলেছেন যে, “সব লোক দেখানো। মেয়ের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। নতুন পাসপোর্ট করত গেলে শামির সই লাগবে, সেই কারণে ওর সাথে দেখা করতে গিয়েছিল আইরা। কিন্তু শামি আদেও সই করেননি। সেটা না করে শামি মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, ও মেয়েকে যেখানে নিয়ে গিয়েছিল সেই যে সংস্থার হয়ে শামি বিজ্ঞাপন করে। সেখানে গিয়েই মেয়েকে এসব কিনে দিয়েছে কারণ ওখানে শামি সব কিছু বিনামূল্যে পাবে, কোনো টাকাই খরচ হবে না। মেয়ে একটা গিটার আর খেলনা ক্যামেরা চেয়েছিল, সেটাও ও কিনে দেয়নি।”
২০১২ সালের আইপিএলের মঞ্চে মোহাম্মদ শামির (Mohammed Shami) সাথে হাসিন জাহানের সাক্ষাৎ হয়েছিল এবং ২০১৪ সালে বিয়ে হয়েছিল দুজনের। ২০১৫ সালেই জন্ম হয়েছিল আইরার। তবে ২০১৮ সালে শামির উপর বধূ নির্যাতন ও একধিক মহিলার সঙ্গে শামির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আনেন হাসিন। যেহেতু হাসিনের সাথে আইরা থাকে তাই শামির সাথে তার কিঞ্চিৎ দেখা হয়।