বিগত কয়েক দিন ধরেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami) ও তাঁর স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) বৈবাহিক সম্পর্কের মামলায় হস্তক্ষেপ করে বড় আদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শামির বিরুদ্ধে আদালতের বড় সিদ্ধান্তের পর হাসিনকে বেশ খুশি হতে দেখা গিয়েছিল এবং এক সাক্ষাৎকারে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনও করেছিলেন তিনি। তবে, সব মামলা মেটার পরেই শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে হাসিনকে এক প্রতিবেশীর সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখতে পাওয়া যাচ্ছে।
জায়গা জমি নিয়ে সমস্যায় জড়ালেন হাসিন

জায়গা জমি সংক্রান্ত এক সমস্যার কারণে প্রতিবেশীর সঙ্গে ঠেলাঠেলি করছেন হাসিন জাহান (Hasin Jahan)। সূত্রের দাবি, বীরভূমের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। হাসিন জাহান ও তাঁর প্রতিবেশী অর্থাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সমাজ মাধ্যমে এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও, কোনো প্রতিক্রিয়া দেননি হাসিন জাহান।
Read More: ৬,৬,৬,৬,৬,৬..ব্যাট হাতে জ্বলে উঠলেন রুতুরাজ গায়কোয়াড, ওডিআইতে ডবল সেঞ্চুরি করে গড়লেন নতুন ইতিহাস !!
জানা গিয়েছে, হাসিন জাহানের (Hasin Jahan) প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় জমি রয়েছে। সেই জমি আত্মসাতের চেষ্টা চালাচ্ছিলেন গুড্ডু বিবি, তবে সেটা নিয়েই আপত্তি ছিল হাসিনের। ঘটনাটি এখনকার নয় বেশ কয়েক বছর ধরেই চলছে এই ঘটনা। শুক্রবার জমি মাপযোগের পর নির্মাণ কাজ শুরু হয়েছিল। যে কারণেই অশান্তি মাথাচাড়া দিয়ে এসেছিল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এটা দেখা গিয়েছে যে, সেই মহিলাকে বেধড়ক মারধর করছেন শামির প্রাক্তন স্ত্রী। এমনকি পরে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিউড়ি থানায় হাসিন জাহানের নামে FIR দায়ের

এই ঘটনা নিয়ে সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিন বলেন, “আমার মনে হয় হাসিন জাহানের মাথায় সমস্যা রয়েছে। এমন পাগলামি কেউ করে না। মা, বাবা, বোনের নামে এভাবে অভিযোগ কে করে ? পুরসভা থেকে লোক আসলে তাদের সাথে উঁচু গলায় কথা বলে এমন তাদের গায়ে থুতু দেন তিনি। এমনকি তার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় মহিলাদের মারধর করেছেন তিনি। মহম্মদ শামির নামেও অভিযোগ দায়ের করেছিল সে। ওর যখন প্রথম বিয়েটা হয়েছিল, সেটা আমার বাড়ির নিচেই হয়েছিও। যদিও, সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। ও পাড়ার সুস্থ পরিবেশ নষ্ট করে এবং কারোর নামে অভিযোগ করতে বেশ পছন্দ করে। আমার মনে হয় ও চায় সবসময় প্রচারের আলোতে থাকতে। তবে, আইন আইনের পথে চলবে, কেউ অন্যায়ভাবে কারোর জায়গা দখল করতে পারবে না।”
এমনকি, হাসিন জাহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এক মহিলা জানিয়েছেন, “হাসিন একজন মহিলাকে মারধর করেছেন তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর ঘাড়ে লেগেছে। হাসিন পয়সা দিয়ে পুলিশকেও কিনে নিয়েছে। আমরা চাই ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।”