hasin-jahan-instagram-post-viral

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ হাসিন জাহান (Hasin Jahan)। সম্পর্কে তিনি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকেন না তাঁরা। একে অন্যকে নানান অভিযোগের তীরে বিদ্ধ করেছেন এর মধ্যে। বিষয়টি গড়িয়েছে আইন আদালত অবধি। এর আগে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই নানা অভিযোগ এনেছিলেন হাসিন এবং শামি (Mohammed Shami)। পেশায় মডেল এবং অভিনেত্রী হাসিন তাঁর ক্রিকেট তারকা স্বামীর বিরুদ্ধে প্রতারণা, পরকীয়া এবং শারিরীক অত্যাচারের মত গুরুতর অভিযোগ করেছিলেন। পাল্টা চরিত্রহননের চেষ্টা বলে অভিযোগ করেছিলেন মহম্মদ শামিও (Mohammed Shami)। সেই ঘটনার পর থেকেই নানা বিষয়ে নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শিরোনামে উঠে এসেছেন হাসিন। সুযোগ পেলেই সমাজমাধ্যমের পোস্টের মাধ্যমে তিনি নিশানা করেন ভারতীয় দলের ক্রিকেটারকে। সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর একটি পোস্টের ক্যাপশন দেখেও নেটনাগরিকেরা নিশ্চিত যে এটিও শামিকে ইঙ্গিত করেই করা।

Read More: ম্যাচ চলাকালীন বোলারকে খুন ব্যাটসম্যানের, ক্রিকেট মহলে শুরু হলো চাঞ্চল্য !!

হাসিন জাহানের পোস্টের নিশানায় কে? প্রশ্ন নেটজনতার-

Hasin Jahan | Image: Twittwer
Hasin Jahan | Image: Twittwer

গতকাল ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন হাসিন (Hasin Jahan)। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি লাল শাড়িতে। নজর কেড়ে নিয়েছে ছবির ক্যাপশন। হিন্দিতে হাসিন যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় , কারো সাথে খারাপ করার কথা ভাবলেই, কেউ যদি কারো খারাপ করতে পারে, তাহলে কি সবাই খারাপ করার দিকে ঝুঁকে পড়বে না? যদি কারো খারাপ করে কেউ নিজে যদি সবসময় ভালো থাকে, তাহলে সবাই কি খারাপ হয়ে যেত না? পৃথিবীতে যত বড় কেউকেটাই হোন না কেন, জীবনও তাকে তার অবস্থান দেখিয়ে দেয়! তাই মানুষের ভুলে যাওয়া উচিত নয় যে একজন পরম শক্তি আছেন যার দৃষ্টি সবার দিকে।”

ভারতীয় ক্রিকেটারের সাথে বিবাদ প্রকাশ্যে আসার পর থেকে শামি অনুরাগীদের নিশানায় রয়েছেন হাসিন (Hasin Jahan)। প্রায়ই আক্রমণের শিকার হতে হয় তাঁকে। কখনও কখনও তা শালীনতার মাত্রাও ছাড়াতে দেখা গিয়েছে। এই নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন হাসিন। এই ইন্সটাগ্রাম পোস্টে তিনি কার দিকে আঙুল তুলছেন তা জানতে চেয়েছেন নেটিজেনেরা। অনেকেই আবার নিশ্চিত যে হাসিন ইঙ্গিত করেছেন তাঁর প্রাক্তন স্বামীর দিকেই।

দেখে নিন হাসিনের ইন্সটাগ্রাম পোস্টটি-

ভালোয়-মন্দয় মিশিয়ে কাটছে শামির সময়-

Mohammed Shami | Haseen Jahan | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

বল হাতে এই মরসুমে মহম্মদ শামির (Mohammed Shami) সময়টা কাটছে ভালো-মন্দয় মিশিয়ে। আইপিএলে গুজরাত টাইটান্স (GT) জার্সিতে অনবদ্য বোলিং করতে দেখা যায় বাংলার পেসারকে। ১৭ ম্যাচে তিনি নেন ২৮ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর কমলা টুপিও জেতেও তিনি। পিছনে ফেলেন গুজরাত দলের সতীর্থ মোহিত শর্মা (Mohit Sharma) এবং রশিদ খানকে (Rashid Khan)। পাওয়ার প্লে-তে ১৭ উইকেট নিয়ে শামি (Mohammed Shami) নয়া রেকর্ডও তৈরি করেন এই মরসুমে। আইপিএল ফাইনালে অবশ্য ভালো বোলিং করতে পারেন নি তিনি। একটি ও উইকেট পান নি চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে। ট্রফিও জেতা হয় নি তাঁর।

আইপিএল খেলে শামি (Mohammed Shami)  পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ড। সেখানে কেনিংটন ওভালে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়ার। লাল বল হাতে বিশেষ দাগ কাটতে পারেন নি তিনি। ওভালে অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ ওভার হাত ঘুরিয়ে ১২২ রান খরচ করে মাত্র ২ উইকেট পান। ফেরান মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) এবং ক্যামেরন গ্রিনকে (Cameron Green)। আর দ্বিতীয় ইনিংসে ১৬.৩ ওভারের ৩৯ রান খরচ করে ২ টি উইকেট পান তিনি। আউট করেন মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং প্যাট কামিন্সকে (Pat Cummins)। ম্যাচটি ২০৯ রানে হারে ভারতীয় দল।

Also Read: Ashes 2023: গ্যালারি থেকে উড়ে এলো অশ্রাব্য গালিগালাজ, জবাবে ‘গান্ধীগিরি’ হাতিয়ার ডেভিড ওয়ার্নারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *