ক্রিকেটারদের সঙ্গে বিনোদন জগতের যেমন যোগাযোগ আছে ঠিক সেইভাবে রাজনীতির প্রতিও তারা আগ্রহ প্রকাশ করে থাকেন। ভারতের অসংখ্য ক্রিকেটার বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বিধায়ক এবং সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন। জনপ্রিয় মুখ হয়ে ওঠার কারণে নেতা হিসেবেও গ্রহণযোগ্যতা পান তারা। অন্যদিকে অনেক ক্রিকেটারের স্ত্রীকেও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভা জাদেজা (Riva Jadeja) গুজরাটের বিধানসভার সদস্য। এর মধ্যেই এবার মহম্মদ শামির (Mohammed Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) রাজনীতিতে পদার্পণ করার জল্পনা সামনে এলো।
Read More: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!
রাজনীতির ময়দানে হাসিন জাহান-

ভারতের অন্যতম তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তার সঙ্গে হাসিন জাহানের (Hasin Jahan) বৈবাহিক সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। এই দুজনের মধ্যে একাধিক আইনি লড়াই সাম্প্রতিক সময় খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে। এর মধ্যেই এবার রাজনীতির আঙ্গনে পা রাখতে চলেছেন হাসিন। সূত্র অনুযায়ী শনিবার পশ্চিমবঙ্গের প্রদেশ দপ্তরে গিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের (Subhankar Sarkar) সঙ্গে সাক্ষাৎ করেন এই ভারতীয় তারকা ক্রিকেটারের স্ত্রী।
তিনি কংগ্রেসের হয়ে কাজ করতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। তার আগেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কংগ্রেসও তাদের ঘর গুছানোর জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দুর্গাপূজার পরেই কলকাতায় রাহুল গান্ধীর আসার কথা রয়েছে। সেই সময় হাসিন জাহান (Hasin Jahan) কংগ্রেসে যোগদান করতে পারেন বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিধানসভার প্রার্থী হিসেবেও টিকিট পেতে পারেন তিনি।
শামিকে আক্রমণ-

মহম্মদ শামিকে (Mohammed Shami) কয়েক মাস আগে তার কন্যা এবং প্রাক্তন স্ত্রীর খোরপোশের জন্য প্রতি মাসে মোট ৪ লক্ষ টাকা দিতে হবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিবাহ বিচ্ছেদের মামলার সঙ্গে হাসিন জাহান এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে নির্যাতনের মামলা পর্যন্ত করেছিলেন। তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় শামিকে চরিত্রহীন উল্লেখ করে আক্রমণ চালিয়ে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে অজ্ঞাত পরিচয়ের মহিলাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তিনি লেখেন, “এতো বছর ধরে চরিত্রহীন লোকটির সঙ্গে কেন অবৈধ সম্পর্কে আছো? তোমার মধ্যে কি কোনো আত্মসম্মান নেই? বিয়ে করে সম্মানের সঙ্গে জীবন যাপন করো। যেখানে আমি আমার স্বামীর টাকায় বিশ্বের সামনে প্রকাশ্যে জীবনযাপন করছি তোমারও এইরকম করা উচিত। তোমার মতো মেয়েদের জন্য মহিলাদের নাম বদনাম হয়। কেন তুমি অন্যের ভোগ্যপণ্য হচ্ছো। লজ্জা হওয়া দরকার।”